মহিলা ফুটবল • সুপার লীগ, হাড্ডাহাড্ডির লড়াইয়ে পয়েন্ট ভাগ ফুলো ঝানু-স্পোর্টস স্কুলের।

 মহিলা ফুটবল • সুপার লীগ, হাড্ডাহাড্ডির লড়াইয়ে পয়েন্ট ভাগ ফুলো ঝানু-স্পোর্টস স্কুলের।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা লীগ ফুটবলের সুপার লীগের স্পোর্টস স্কুল বনাম ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের ম্যাচ ২-২ গোলে ড্র হলো। ম্যাচে স্পোর্টস স্কুলের মেরিনা জমাতিয়া ও পৃথা ত্রিপুরা গোল করেন। অন্যদিকে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষে ঝিমি মলসুম ও পাখিলা বরো গোল দুটি করেন।লীগ ম্যাচে ২-১ গোলে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবকে হারালেও সুপার লীগে এসে স্পোর্টস স্কুলকে তাদের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো।সুপার লীগের প্রথম ম্যাচে স্পোর্টস স্কুল ৩-০ গোলে কিল্লা মর্নিং ক্লাবকে হারিয়েছিল। অন্যদিকে, সুপারের প্রথম ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবকে।সুপার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এদিন দুটি দলই চমৎকার ফুটবল খেলেছে। তবে আজ ম্যাচ ড্র করাতে খানিকটা চাপ তৈরি হলো স্পোর্টস স্কুলের উপর। এ দিন ম্যাচে দুদলই দুরন্ত ফুটবল খেলেছে। ম্যাচে স্পোর্টস স্কুল প্রথমে ১-০ গোলে এগিয়ে থাকলেও পরে তাদের পাল্টা দুটো গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১৫ মিনিটে স্পোর্টস স্কুলের পক্ষে গোল করেন মেরিনা জমাতিয়া। মাত্র এক মিনিটের ব্যবধানে ঝিমি মলসুমের গোলে ম্যাচে সমতায় ফেরে ফুলো ঝানু টিম (১-১)।ম্যাচ সমতায় ফিরতেই খেলা আরও জমে উঠে। গোলের জন্য দুদলই ঝাঁপিয়ে পড়ে।আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়ে যেতে থাকে একে অপরের সীমান্তে। এর মধ্যে ৩২ মিনিটে গোল করে এগিয়ে যায় ফুলো ঝানু টিম (২-১)। পাখিলা বরো গোলটি করেন। এতে একটা সময় যথেষ্ট চাপে পড়ে যায় স্পোর্টস স্কুল।পাল্টা গোল করার চেষ্টা করেও ম্যাচের প্রথমার্ধে আর সফলতা পায়নি স্পোর্টস স্কুল।তাতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফুলো ঝানু টিম। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফের গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় দুদলই। গোলের চেষ্টায় দুদলই একে অপরের সীমান্তে প্রতিনিয়ত আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়ে যেতে থাকে।শেষ পর্যন্ত ২৬ মিনিটে পৃথা ত্রিপুরার দেওয়া গোলে ম্যাচে সমতায় ফেরে স্পোর্টস স্কুল (২-২)। ম্যাচে সমতায় ফিরতেই স্পোর্টস স্কুল পুরো অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। বিপক্ষের সীমান্তে একের পর এক আক্রমণ তুলে আনে স্পোর্টস স্কুল। অন্যদিকে, ফুলো ঝানু টিমও গোল করার চেষ্টা চালিয়ে যায়। এর মধ্যে দুই টিমের সামনে গোল করার সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি।শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।দুই ম্যাচে স্পোর্টস স্কুলের পয়েন্ট চার। অন্যদিকে, সম ম্যাচে ফুলো ঝানু টিমের পয়েন্ট এক। স্পোর্টস স্কুল তাদের শেষ ম্যাচ জম্পুইজলার সাথে লড়বে। অন্যদিকে ফুলো ঝানু শেষ ম্যাচে লড়বে কিল্লা মর্নিং ক্লাবের সাথে। রেফারি পল্লব চক্রবর্তী।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.