মহিলা সুরক্ষা যন্ত্র, গিনেসে বাংলার আবির

 মহিলা সুরক্ষা যন্ত্র, গিনেসে বাংলার আবির
এই খবর শেয়ার করুন (Share this news)

মহিলাদের সুরক্ষায় অভিনব যন্ত্র বানিয়ে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলে নিলেন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বরশুলের যুবক আবির ঘোষ । তার তৈরি যন্ত্র ‘ গিনেস বুক অফ রেকর্ডস ২০২৩’ এ বিজ্ঞান ক্ষেত্রে অভিনব উদ্ভাবনের জন্য স্বীকৃতি পেয়েছে । আবির পূর্ব বর্ধমানের দুর্গাপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বিটেকের প্রথম বর্ষের ছাত্র । জানা গিয়েছে , ‘ ইনভেটিভ ওমেন সেফটি ব্যান্ড ডিভাইস ‘ বিভাগে সারা দেশের ১১৭ টি যন্ত্রের মধ্যে থেকে আবিরের তৈরি এই যন্ত্রটি বাছাই করে নেওয়া হয়েছে । কয়েক বছর আগে দিল্লিতে এক মহিলার উপর নির্যাতনের খবর পড়েই আবির মহিলা সুরক্ষার বিষয়ে চিন্তাভাবনা করতে থাকেন । সেই থেকেই মহিলাদের সুরক্ষায় এই যন্ত্র বানানোর চিন্তা মাথায় আসে । টানা জিতে চার বছর ধরে চেষ্টা চালিয়ে অবশেষে বার্তা পৌঁছে দেওয়া যাবে । পাশাপাশি যন্ত্রটিতে রয়েছে উচ্চ ক্ষমতা প্রায় ২০০০ ভোল্টের ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতা । যা বিপদের সময় আততায়ীকে ঠেকাতে কাজে লাগতে পারে । এছাড়া , যন্ত্রটিতে লেজার লাইট , ক্যামেরা , অটোমেটিক কলিংয়ের সুবিধা রয়েছে । যেকোনও পরিস্থিতিতে নির্দিষ্ট নম্বরে ফোন করা সম্ভব হবে । যন্ত্রটিতে থাকা জিপিএস সিস্টেমের মাধ্যমে বিপদগ্রস্ত মহিলার সঠিক অবস্থান সম্পর্কে জানা যাবে । বর্ধমানের ইঞ্জিনিয়ারিং ছাত্রের মহিলাদের সুরক্ষায় তৈরি এই অভিনব যন্ত্রটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিশ্বের অন্যান্য দেশে । আবির জানিয়েছেন , সফলভাবে যন্ত্রটি তৈরি করার পর গিনেস বুক অফ রেকর্ডসের জন্য পাঠানো হয়ছিল । সেখান থেকে মেল করে তাকে এই বিষয়ে জানানো হয়েছে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.