মাংসাশী শামুকের খোঁজ মিলল কোলাপুরে

এই খবর শেয়ার করুন (Share this news)

কোলাপুরের বিশালগড় সংরক্ষণ কেন্দ্র থেকে এবার নতুন প্রজাতির এক মাংসাশী ভূমি শামুক আবিষ্কার করলেন প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ তেজাস ঠাকরে । রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র তেজাস অনেকদিন ধরেই এই প্রাণীবিদ্যার ওপর নানা গবেষণা চালিয়ে আসছেন । ২৬ বছর বয়সি তেজাস ঠাকরে ওয়াইল্ডলাইফ ফাউন্ডশনের প্রধান । সম্প্রতি তেজস তার দুই সহকর্মী আমরুত ভোসলে এবং ওঙ্কার যাদবের সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালাতে গিয়েই এমন একটি নতুন প্রজাতির শামুকের দেখা পেয়েছেন । যে শায়েদ্রি রেঞ্জ থেকে এই প্রাণীটির সন্ধান পাওয়া গিয়েছে সেই এলাকা বন্যপ্রাণী আইন অনুযায়ী সংরক্ষিত এলাকা বলেই পরিচিত । বিশেষজ্ঞরা জানিয়েছেন , এই এলাকা থেকে এমন একটি প্রাণীর সন্ধান পাওয়ার পরে এটা প্রমাণিত হয়ে গেল যে , এই এলাকাটিকে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করার যে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার তা একেবারেই সঠিক ছিল ।

চলতি মাসের শুরুর দিকেই এই নতুন প্রজাতির প্রাণীটির সন্ধান পাওয়ার কথা প্রকাশ করা হয়েছে । ২০২০ সালের ডিসেম্বর মাসেই এই এলাকাকে সংরক্ষিত এলাকার আওতায় নিয়ে আসার বিষযে প্রস্তাব দেয় রাজ্যের বন্যপ্রাণী বোর্ড । বিশেষজ্ঞরা জানাচ্ছেন , এই ধরনের শামুকের সন্ধান পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ । কারণ এর ফলে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে , ঠিক যেমন পরিবেশে এই প্রাণীরা থাকতে অভ্যস্ত সেই বাস্তুতন্ত্র এখানে রয়েছে । আর সেজন্যই এমন প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে । প্রাণীবিদ্যার ভাষায় এই ধরনের প্রাণীর প্রজাতির নাম ‘ স্ট্রেপট্যাক্সিডে ’ ।

এর আগে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এমন প্রজাতির দু’টি শামুকের সন্ধান পাওয়া গিয়েছিল । এবার সরাসরি প্রধান ভূখণ্ডেই এমন ভারতের প্রজাতির শামুকের দেখা মিলল । আর সেজন্য এ নিয়ে যথেষ্ট আশাবাদী বিশেষজ্ঞরা । দক্ষিণ পূর্ব এশিয়াতে ‘ হ্যাপলপথাইচিয়াস ’প্রজাতির প্রাণী দেখা যায় বলেই জানিয়েছেন হ্যাপলপথাইচিয়াস বিশেষজ্ঞরা । .হ্যাপলপথাইচিয়াস শায়াদ্রিএনসিসের প্রজাতিভুক্ত এই নিয়ে মোট তিনটি শামুকের সন্ধান পাওয়া গেল । অন্য দুটি ছিল জেনাস পেরোটেটিয়া প্রজাতির । ২০২১সালেই সেগুলির সন্ধান পাওয়া যায় । এবার আবার নতুন একটি শামুকের সন্ধান পাওয়া গেল ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

18 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

18 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

18 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

18 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

18 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

18 hours ago