মাংসাশী শামুকের খোঁজ মিলল কোলাপুরে

এই খবর শেয়ার করুন (Share this news)

কোলাপুরের বিশালগড় সংরক্ষণ কেন্দ্র থেকে এবার নতুন প্রজাতির এক মাংসাশী ভূমি শামুক আবিষ্কার করলেন প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ তেজাস ঠাকরে । রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র তেজাস অনেকদিন ধরেই এই প্রাণীবিদ্যার ওপর নানা গবেষণা চালিয়ে আসছেন । ২৬ বছর বয়সি তেজাস ঠাকরে ওয়াইল্ডলাইফ ফাউন্ডশনের প্রধান । সম্প্রতি তেজস তার দুই সহকর্মী আমরুত ভোসলে এবং ওঙ্কার যাদবের সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালাতে গিয়েই এমন একটি নতুন প্রজাতির শামুকের দেখা পেয়েছেন । যে শায়েদ্রি রেঞ্জ থেকে এই প্রাণীটির সন্ধান পাওয়া গিয়েছে সেই এলাকা বন্যপ্রাণী আইন অনুযায়ী সংরক্ষিত এলাকা বলেই পরিচিত । বিশেষজ্ঞরা জানিয়েছেন , এই এলাকা থেকে এমন একটি প্রাণীর সন্ধান পাওয়ার পরে এটা প্রমাণিত হয়ে গেল যে , এই এলাকাটিকে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করার যে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার তা একেবারেই সঠিক ছিল ।

চলতি মাসের শুরুর দিকেই এই নতুন প্রজাতির প্রাণীটির সন্ধান পাওয়ার কথা প্রকাশ করা হয়েছে । ২০২০ সালের ডিসেম্বর মাসেই এই এলাকাকে সংরক্ষিত এলাকার আওতায় নিয়ে আসার বিষযে প্রস্তাব দেয় রাজ্যের বন্যপ্রাণী বোর্ড । বিশেষজ্ঞরা জানাচ্ছেন , এই ধরনের শামুকের সন্ধান পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ । কারণ এর ফলে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে , ঠিক যেমন পরিবেশে এই প্রাণীরা থাকতে অভ্যস্ত সেই বাস্তুতন্ত্র এখানে রয়েছে । আর সেজন্যই এমন প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে । প্রাণীবিদ্যার ভাষায় এই ধরনের প্রাণীর প্রজাতির নাম ‘ স্ট্রেপট্যাক্সিডে ’ ।

এর আগে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এমন প্রজাতির দু’টি শামুকের সন্ধান পাওয়া গিয়েছিল । এবার সরাসরি প্রধান ভূখণ্ডেই এমন ভারতের প্রজাতির শামুকের দেখা মিলল । আর সেজন্য এ নিয়ে যথেষ্ট আশাবাদী বিশেষজ্ঞরা । দক্ষিণ পূর্ব এশিয়াতে ‘ হ্যাপলপথাইচিয়াস ’প্রজাতির প্রাণী দেখা যায় বলেই জানিয়েছেন হ্যাপলপথাইচিয়াস বিশেষজ্ঞরা । .হ্যাপলপথাইচিয়াস শায়াদ্রিএনসিসের প্রজাতিভুক্ত এই নিয়ে মোট তিনটি শামুকের সন্ধান পাওয়া গেল । অন্য দুটি ছিল জেনাস পেরোটেটিয়া প্রজাতির । ২০২১সালেই সেগুলির সন্ধান পাওয়া যায় । এবার আবার নতুন একটি শামুকের সন্ধান পাওয়া গেল ।

Dainik Digital

Recent Posts

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

9 hours ago

ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…

17 hours ago

পাকিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা, মৃত ৪শিশু আহত ৩৮!!

অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…

18 hours ago

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

19 hours ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

20 hours ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

20 hours ago