মাঝ আকাশে ইন্ডিগোর ইঞ্জিন বিকল!!
অনলাইন প্রতিনিধি :-১৫০ জন যাত্রী নিয়ে নেতাজী সুভাসবোস টার্মিনাল ছেড়ে আকাশপথে উড়তেই খানিক্ষনের মধ্যেই দেখা দেয় বিমানের ইঞ্জিনে গন্ডগোল।পাইলটের নজরে আসে বিমানের ডানদিকের ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না। পাইলট দ্রুত যোগাযোগ করেন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে।
মতড়িঘড়ি করে জরুরি অবতরণ করানো হয় বিমান কলকাতা বিমানবন্দরে। খবর পেয়েই ছুটে এল দমকল। সঠিক সময়ে পাইলটের নজরে বিষয়টি আসায় শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনার কবল থেকে বেঁচে যায় ১৫০ জনের বেশি যাত্রী।