মাঝ আকাশে নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের সংঘর্ষ!! বিদেশ Dainik Digital April 23, 2024 0 এই খবর শেয়ার করুন (Share this news) অনলাইন প্রতিনিধি :-রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতির মহড়া চলছিল মঙ্গলবার সকালে। মহড়া চলাকালীনই সংঘর্ষ ঘটে দুই হেলিকপ্টারের। মালেশিয়ায় প্রশিক্ষণ প্রাপ্ত নৌবাহিনীর দুই হেলিকপ্টারে মোট ১০ জন ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় কেউই আর বেচে ফেরেনি।