মাটির গভীরে ‘গোপন শহরে ১০ লক্ষ মানুষের বাস বেজিংয়ে।

এই খবর শেয়ার করুন (Share this news)

চিনের রাজধানী বেজিং শহর মানুষের ভিড়ে ঠাসা। শহরে বাস করার মতো বিশেষ জমিও অবশিষ্ট নেই। যেটুকু আছে, সেই জমিতে ফ্ল্যাট কেনা সাধারণ মানুষের কাছে দুঃসাধ্য। তাই মাটির নীচে, ভূগর্ভে বিশাল এক শহর বানিয়ে ফেলেছে চিন। বেজিংয়ের ১০ থেকে ১৮ মিটার গভীরে। নিম্নবিত্ত প্রায় ১০ লক্ষ মানুষ এই শহরে বসবাস করেন। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, ‘এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন’ । কবির ভাষা ধার করে এই শহর সম্পর্কেও অনেকে বলেন, ঝা চকচকে বেজিংয়ের মধ্যে আছে আর একটা বেজিং, ভূগর্ভে হেঁটে দেখুন!মাটির নিচে যারা বাস করে, তাদের স্থানীয় ভাষায় বলা হয় ‘র‍্যাট ট্রাইবাল’। বাংলায় বলা যেতে পারে ইঁদুর জনগোষ্ঠী। ৭৮ বর্গকিলোমিটার বিস্তৃত এই শহরের নাম ডিক্সিয়া চেং। বস্তুত, এটি এক গোপন শহর। মাটির উপর মানুষের ভিড় এবং আলোর ছটা থাকলেও নিচের শহর বাঁচে অন্ধকারে। নীরব সেই শহরটা মোটেই বেজিং শহরের মতো পরিষ্কার নয়, বরং বেশ নোংরা। অর্থের কারণেই এই ভূগর্ভস্থ শহরে বাসা বেঁধেছে লোকজন। ডিক্সিয়া চেং কিন্তু আজকের নতুন শহর নয়।১৯৬৯ সালে সাবেকভসোভিয়েত-চিন উত্তেজনা যখন তুঙ্গে, তখন বেজিং শহরের নিচে শহর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন চিনা কমিউনিস্ট পার্টির তদানীন্তন চেয়ারম্যান মাও জে দং। খাদ্যসঞ্চয় এবং যুদ্ধের জন্য সেই শহরকে দ্রুত প্রস্তুত করতে বলেন মাও। প্রথমে বলা হয়েছিল, লাল ফৌজের বাঙ্কারের মতো কাজ করবে আস্ত একটি শহর। শহরের নকশা এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে এই অঞ্চলকে পরমাণু এবং জৈব রাসায়নিক হামলা থেকে রক্ষা করা যায়। বেজিংয়ের উপর হামলা হলে যাতে রাজনীতির কেষ্টবিষ্টু থেকে আমলা এবং সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের খোঁজে ভূগর্ভস্থ শহরে একাধিক প্রবেশপথও তৈরি করা হয়। তেমন হামলা অবশ্য বেজিংকে কখনও সামলাতে হয়নি। পরবর্তীকালে সুড়ঙ্গে বসবাস করা স্থানীয়েরা বাকি বাড়িগুলিকে কম টাকার হোটেলে পরিণত করে ফেলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

4 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago