মাটির গভীরে ‘গোপন শহরে ১০ লক্ষ মানুষের বাস বেজিংয়ে।

এই খবর শেয়ার করুন (Share this news)

চিনের রাজধানী বেজিং শহর মানুষের ভিড়ে ঠাসা। শহরে বাস করার মতো বিশেষ জমিও অবশিষ্ট নেই। যেটুকু আছে, সেই জমিতে ফ্ল্যাট কেনা সাধারণ মানুষের কাছে দুঃসাধ্য। তাই মাটির নীচে, ভূগর্ভে বিশাল এক শহর বানিয়ে ফেলেছে চিন। বেজিংয়ের ১০ থেকে ১৮ মিটার গভীরে। নিম্নবিত্ত প্রায় ১০ লক্ষ মানুষ এই শহরে বসবাস করেন। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, ‘এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন’ । কবির ভাষা ধার করে এই শহর সম্পর্কেও অনেকে বলেন, ঝা চকচকে বেজিংয়ের মধ্যে আছে আর একটা বেজিং, ভূগর্ভে হেঁটে দেখুন!মাটির নিচে যারা বাস করে, তাদের স্থানীয় ভাষায় বলা হয় ‘র‍্যাট ট্রাইবাল’। বাংলায় বলা যেতে পারে ইঁদুর জনগোষ্ঠী। ৭৮ বর্গকিলোমিটার বিস্তৃত এই শহরের নাম ডিক্সিয়া চেং। বস্তুত, এটি এক গোপন শহর। মাটির উপর মানুষের ভিড় এবং আলোর ছটা থাকলেও নিচের শহর বাঁচে অন্ধকারে। নীরব সেই শহরটা মোটেই বেজিং শহরের মতো পরিষ্কার নয়, বরং বেশ নোংরা। অর্থের কারণেই এই ভূগর্ভস্থ শহরে বাসা বেঁধেছে লোকজন। ডিক্সিয়া চেং কিন্তু আজকের নতুন শহর নয়।১৯৬৯ সালে সাবেকভসোভিয়েত-চিন উত্তেজনা যখন তুঙ্গে, তখন বেজিং শহরের নিচে শহর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন চিনা কমিউনিস্ট পার্টির তদানীন্তন চেয়ারম্যান মাও জে দং। খাদ্যসঞ্চয় এবং যুদ্ধের জন্য সেই শহরকে দ্রুত প্রস্তুত করতে বলেন মাও। প্রথমে বলা হয়েছিল, লাল ফৌজের বাঙ্কারের মতো কাজ করবে আস্ত একটি শহর। শহরের নকশা এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে এই অঞ্চলকে পরমাণু এবং জৈব রাসায়নিক হামলা থেকে রক্ষা করা যায়। বেজিংয়ের উপর হামলা হলে যাতে রাজনীতির কেষ্টবিষ্টু থেকে আমলা এবং সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের খোঁজে ভূগর্ভস্থ শহরে একাধিক প্রবেশপথও তৈরি করা হয়। তেমন হামলা অবশ্য বেজিংকে কখনও সামলাতে হয়নি। পরবর্তীকালে সুড়ঙ্গে বসবাস করা স্থানীয়েরা বাকি বাড়িগুলিকে কম টাকার হোটেলে পরিণত করে ফেলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

21 mins ago

৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে…

3 hours ago

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

15 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

19 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

19 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

21 hours ago