চিনের রাজধানী বেজিং শহর মানুষের ভিড়ে ঠাসা। শহরে বাস করার মতো বিশেষ জমিও অবশিষ্ট নেই। যেটুকু আছে, সেই জমিতে ফ্ল্যাট কেনা সাধারণ মানুষের কাছে দুঃসাধ্য। তাই মাটির নীচে, ভূগর্ভে বিশাল এক শহর বানিয়ে ফেলেছে চিন। বেজিংয়ের ১০ থেকে ১৮ মিটার গভীরে। নিম্নবিত্ত প্রায় ১০ লক্ষ মানুষ এই শহরে বসবাস করেন। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, ‘এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন’ । কবির ভাষা ধার করে এই শহর সম্পর্কেও অনেকে বলেন, ঝা চকচকে বেজিংয়ের মধ্যে আছে আর একটা বেজিং, ভূগর্ভে হেঁটে দেখুন!মাটির নিচে যারা বাস করে, তাদের স্থানীয় ভাষায় বলা হয় ‘র্যাট ট্রাইবাল’। বাংলায় বলা যেতে পারে ইঁদুর জনগোষ্ঠী। ৭৮ বর্গকিলোমিটার বিস্তৃত এই শহরের নাম ডিক্সিয়া চেং। বস্তুত, এটি এক গোপন শহর। মাটির উপর মানুষের ভিড় এবং আলোর ছটা থাকলেও নিচের শহর বাঁচে অন্ধকারে। নীরব সেই শহরটা মোটেই বেজিং শহরের মতো পরিষ্কার নয়, বরং বেশ নোংরা। অর্থের কারণেই এই ভূগর্ভস্থ শহরে বাসা বেঁধেছে লোকজন। ডিক্সিয়া চেং কিন্তু আজকের নতুন শহর নয়।১৯৬৯ সালে সাবেকভসোভিয়েত-চিন উত্তেজনা যখন তুঙ্গে, তখন বেজিং শহরের নিচে শহর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন চিনা কমিউনিস্ট পার্টির তদানীন্তন চেয়ারম্যান মাও জে দং। খাদ্যসঞ্চয় এবং যুদ্ধের জন্য সেই শহরকে দ্রুত প্রস্তুত করতে বলেন মাও। প্রথমে বলা হয়েছিল, লাল ফৌজের বাঙ্কারের মতো কাজ করবে আস্ত একটি শহর। শহরের নকশা এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে এই অঞ্চলকে পরমাণু এবং জৈব রাসায়নিক হামলা থেকে রক্ষা করা যায়। বেজিংয়ের উপর হামলা হলে যাতে রাজনীতির কেষ্টবিষ্টু থেকে আমলা এবং সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের খোঁজে ভূগর্ভস্থ শহরে একাধিক প্রবেশপথও তৈরি করা হয়। তেমন হামলা অবশ্য বেজিংকে কখনও সামলাতে হয়নি। পরবর্তীকালে সুড়ঙ্গে বসবাস করা স্থানীয়েরা বাকি বাড়িগুলিকে কম টাকার হোটেলে পরিণত করে ফেলেন।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…