মাটির তলায় মূল্যবান খনিজ উদ্ধার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আট জানুয়ারী ধলাই জেলার গঙ্গানগর ব্লকের অধীন রাজধন পাড়ার মাটির নিচে আকাশি নীল রংয়ের বেশ কিছু খনিজ পদার্থ ভেসে ওঠে।এগুলি কী,এ নিয়ে হইচই পড়ে যায় এলাকায়। এগুলি কি ইথিলিয়াম বা লিথিয়াম,নাকি অন্য কিছু এ নিয়ে পাড়ার মানুষ দিশাহারা। জানা গেছে, আট জানুয়ারী গঙ্গানগর ব্লকের রাজধন পাড়া এবং সতীরাম পাড়ার মাঝে (কর্ম পাড়া ভিলেজ কমিটি) পাকা ব্রিজের নির্মাণকাজ শুরু করে ধলাই প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা।যা করা হচ্ছে জেলা গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে।ব্রিজ তৈরির জন্য ফকল্যান্ড দিয়ে মাটি কাটার পর প্রায় ২৫ ফুট নিচে খোঁজ মিলল রহস্যজনক আকাশি নীল রঙের খনিজ পদার্থ।যা উন্নত মানের মাটি কাটার যন্ত্র ফকল্যান্ড দিয়েও কাটা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি শোনার পর সেখানে ছুটে যান সংস্থার নিজস্ব প্রকৌশলী অনিমেষ সরকার,প্রজেক্ট ম্যানেজার দেবদাস চৌধুরী সহ অনেকেই।ব্রিজের এলাকা থেকে টুকরো খনিজ নিয়ে আসেন দুজনেই।প্রকৌশল এবং প্রজেক্ট ম্যানেজার উভয়েই মনে করছেন প্রত্যন্তের রাজধন পাড়ায় পাওয়া খনিজ পদার্থটি মহামূল্যবান জাতীয় কিছু হতে পারে।সংস্থার প্রকৌশলীর মতে উঠে আসা খনিজটি যদি লিথিয়াম বা ইথিলিয়াম হয় তাহলে রাজ্যটি হতে পারে মূল্যবান খনিজের রাজ্য।অতিদ্রুত সেখানে এসে খনিজ পদার্থটিকে পরীক্ষার জন্য ভূতত্ত্ববিদদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।পাশাপাশি রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছে ধলাই প্রজেক্ট প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ।বিষয়টি নিয়ে জানতে চাইলে ধলাই জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকৌশলী বিজন সূত্রধর বলেন,বিষয়টি আমার নজরে এসেছে।আমি বিষয়টি দেখেছি।এগুলি কী এ নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।আমার কোন বক্তব্য নেই।ভূতত্ত্ববিদরা সেটা পরীক্ষা করে বলতে পারবেন সেটা আদৌ লিথিয়াম বা ইথিলিয়াম কিনা।তবে এটাও ঠিক, উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার মাটির তলায় রয়েছে অনেক মূল্যবান খনিজ পদার্থ।যদি গঙ্গানগর এলাকার রাজধন পাড়ার মাটির নিচে ইথিলিয়াম বা লিথিয়াম নামক খনিজ পদার্থ পাওয়া যায় তাহলে আশ্চর্যের কিছু থাকবে না।

Dainik Digital

Recent Posts

যান স্বল্পতায় বিলম্বিত বিমান যাত্রীরা রাতে দুর্ভোগে পড়েন!!

অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…

4 hours ago

এআরসি প্রযুক্তির চাষে স্বনির্ভরতার পথে রাজ্য!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের…

5 hours ago

ফুলে’ কুঠারাঘাত!!

রাজা রামমোহন, বিদ্যাসাগর, নবগোপাল মিত্র, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, প্রমথনাথ চট্টোপাধ্যায়, বাংলার বুকে…

5 hours ago

অপারেশন টেবিলে তিন প্রসূতি বিদ্যুৎ উধাও, তেল নেই জেনারেটরে!!

অনলাইন প্রতিনিধি:- মেলাঘরস্থিত মহকুমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসক। শুক্রবার বেলা বারোটা…

5 hours ago

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

1 day ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

1 day ago