মাটির নীচ থেকে বেরচ্ছে গ্যাস!!
অমরপুরের কামারিয়া খলার উত্তর পাড়াস্হিত গোমতী নদীর তীরে মাটির নীচ থেকে গ্যাস বেরুচ্ছে। দেশলাই জ্বালানো মাত্র আগুন ধরে যাচ্ছে। বিকাল পাঁচটায় জ্বালানো আগুন এখনো জ্বলছে অনবরত। বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পরেছে। উৎসুক গ্রামবাসীরা ঘটনাস্থলে ভীর জমিয়েছে।
খবর পেয়ে মহকুমা প্রশাসনের ডিসিএমের নেতৃত্বে প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অমরপুরের ম্যাজিসট্রেট বিষয়টি ওএনজিসির গোচরে নিয়েছেন। সমগ্র বিষয়টি খতিয়ে দেখতে সোনামুড়া থেকে ওএনজিসির একটি অনুসন্ধানকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে মহকুমা প্রশাসন সূত্রের সংবাদ।