মাটির শিল্প তৈরিতে প্রশিক্ষণ কচিকাঁচাদের।
অনলাইন প্রতিনিধি :- রং তুলির বাইরে বর্তমান প্রজন্মকে নিজ পায়ে দাঁড় বিশেষ উদ্দ্যেগে গ্রহণ করলেন আমবাসার আরতি আর্ট সেন্টার।রং তুলির মিশ্রণে আর্ট করে নিজের পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়া অত্যন্ত কঠিন। তার বাইরেও অনেক কিছু রয়েছে। তার মধ্যে একটি হল মাটির শিল্পকর্ম। আরতি আর্ট সেন্টার বিশেষ উদ্যোগ নিয়ে বর্তমান প্রজন্মের কচিকাঁচাদের শিক্ষার ব্যবস্থা করলেন মাটির শিল্পকর্ম। ২৬ আগষ্ট আমবাসা রামকৃষ্ণ আশ্রমে দুই শতাধিক শিক্ষার্থী কচিকাচাদের দিনভর মাটির শিল্পকর্ম নিয়ে শিক্ষা দিলেন, বহি:রাজ্য বিহারের রামকান্তজি,পশ্চিমবঙ্গের সন্দীপন সেন, আসামের ঋত্বিক ভরদ্বাজ।রাজ্যের শিল্পী নিতাই বিশ্বাসরা।অল্প সময়ে মৃৎশিল্পীরা কচিকাঁচাদের শিক্ষা দিলেন কিভাবে মাটি দিয়ে সুন্দর শিল্প তৈরি করা যায়।শিল্পীরা হিন্দুদের নানা দেবদেবী পশুপাখি, জন্তু-জানোয়ার, বাড়ি ঘরের শো- কেসে রাখার মতো নানা চিত্রপট তৈরি করলেন। শিল্পী মনের বিকাশ ঘটাতে, বর্তমান প্রজন্মকে স্বাবলম্বী করতেই আরতি আর্ট সেন্টারের এই বিশেষ উদ্যোগ। আমরা লক্ষ করছি, বর্তমান প্রজন্মের কচিকাঁচাদের মোবাইল ছাড়া চলে না। আর এই বিশেষ যন্ত্রটি প্রজন্মকে ডাস্টবিনে ছুড়ে দিচ্ছে। মনে আসা শিক্ষার তাগিদকে নষ্ট করে দিচ্ছে। অনেক দেরিতে সেটা যখন মা- বাবা বুঝতে পারেন, তখন আর ছেলে বা মেয়েকে সঠিক রাস্তায় আনা যায়না। উপস্থিত থেকে এভাবেই আলোচনা তুলে ধরেন অভিভাবকদের উদ্দেশ্যে রাজ্য আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দাস, সচিব অপাংশু দেব,শিক্ষক স্বপন নমঃ, প্রমুখরা।