মাটির ১৩৭৫ ফুট গভীরে সুদৃশ্য হোটেল চলছে ব্রিটেনে।

এই খবর শেয়ার করুন (Share this news)

এ যেন ‘ছিল বিড়াল, হয়ে গেল রুমাল’-এর বাস্তব রূপ। ছিল কয়লা খনি। মাটি থেকে তার গভীরতা ছিল ৪১৯ মিটার, অর্থাৎ ১৩৭৫ ফুট। সেই খনি আজ বদলে গেছে সুদৃশ্য হোটেলে।পর্যটকরা গোলাকার সিঁড়ি ধরে মাটির গভীরে নেমে হোটেলে প্রবেশ করছেন। রাত্রিযাপন করছেন। ডিমর্ট ডাফিন বলে এক পর্যটক ‘দ্য গার্ডিয়ান’ সংবাদপত্রকে জানিয়েছেন, তিনি বিশ্বের নানা প্রান্তে বহু তারকা হোটেলে রাত্রিবাস করেছেন, কিন্তু এমন মনোরম অভিজ্ঞতা ইতিপূর্বে কখনও হয়নি। হোটেলের নামটিও বাহারের, ‘ডিপ স্লিপ’ (গভীর ঘুম)। ব্রিটেনের নর্থ ওয়েলসে এরাইরি ন্যাশনাল পার্কের স্নোডোনিয়া পর্বতের নীচে সেই ভিক্টোরিয়া আমলে তৈরি হয়েছিল এই খনি, যা এখন হোটেল। হোটেল কর্তৃপক্ষ দাবি করেছেন,খনিতে নেমে এমন বিলাসবহুল রাত্রিযাপনের ব্যবস্থা বিশ্বে আর কোথাও নেই।এই অসম্ভবকে সম্ভব করেছে একটি পর্যটন সংস্থা।এই হোটেলে চারটি ডাবল রুমের ঝকঝকে ঘর রয়েছে। আর আছে একটি গুহা। সেই গুহাতেও দুজনের থাকার সুব্যবস্থা রয়েছে। তবে আপনি ব্রিটেনে বেড়াতে যেতে চাইলেও এই হোটেলে রাত্রিযাপন করতে পারবেন না। কারণ, সপ্তাহে মাত্র এক দিনই ডিপ স্লিপ’ হোটেলে রাত্রিবাস করা যাবে। শনিবার গিয়ে রাতে থেকে রবিবার সকালে আবার ফিরে আসতে হয়। এই হোটেলের এমনটাই নিয়ম। তবে এই হোটেলে পৌঁছনোর পথটি খুব মসৃণ নয়। খনি মূলত তিন ধরনের হয়। একটি ভূগর্ভস্থ খনি, যেখানে যন্ত্রচালিত ডুলিতে ওঠানামা করতে হয়।আর একটি আছে পুকুরের মতো খোলামুখ খনি, যেখানে গাড়ি নিয়েই ঘূর্ণায়মান পথ ধরে নিচে নেমে যাওয়া যায়। আর একটি হল মিশ্র খনি। যে খনি ভূগর্ভস্থ হলেও নিচে প্রবেশ করতে হয় মাটি বা পাথর কেটে তৈরি বৃত্তাকার সিঁড়ি ধরে। এই ধরনের একটি মিশ্র খনি রূপান্তরিত হয়েছে হোটেলে। তাই এখানেও সিঁড়ি ধরে ট্রেক করে হোটেলে প্রবেশ করতে হয়। প্রায় এক ঘণ্টার পথ। তবে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন এক জন গাইড। সিঁড়িও খুব সহজ নয়, আদতে পাথরের খাঁজ। খনিতে নামার আগে পর্যটকদের দেওয়া হবে বিশেষ বুট, হেলমেট, টর্চলাইট। দীর্ঘ খনিপথের শেষে পড়বে স্টিলের দরজা। সেই দরজা খুললেই যেন আলিবাবার রত্নগুহা! খরচ কত ? দুই জনের অভিযান এবং এক রাতে থাকা, খাওয়ার খরচ ৩৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার টাকা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

6 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

12 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

14 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

15 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

15 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

15 hours ago