মাটির ১৩৭৫ ফুট গভীরে সুদৃশ্য হোটেল চলছে ব্রিটেনে।

এই খবর শেয়ার করুন (Share this news)

এ যেন ‘ছিল বিড়াল, হয়ে গেল রুমাল’-এর বাস্তব রূপ। ছিল কয়লা খনি। মাটি থেকে তার গভীরতা ছিল ৪১৯ মিটার, অর্থাৎ ১৩৭৫ ফুট। সেই খনি আজ বদলে গেছে সুদৃশ্য হোটেলে।পর্যটকরা গোলাকার সিঁড়ি ধরে মাটির গভীরে নেমে হোটেলে প্রবেশ করছেন। রাত্রিযাপন করছেন। ডিমর্ট ডাফিন বলে এক পর্যটক ‘দ্য গার্ডিয়ান’ সংবাদপত্রকে জানিয়েছেন, তিনি বিশ্বের নানা প্রান্তে বহু তারকা হোটেলে রাত্রিবাস করেছেন, কিন্তু এমন মনোরম অভিজ্ঞতা ইতিপূর্বে কখনও হয়নি। হোটেলের নামটিও বাহারের, ‘ডিপ স্লিপ’ (গভীর ঘুম)। ব্রিটেনের নর্থ ওয়েলসে এরাইরি ন্যাশনাল পার্কের স্নোডোনিয়া পর্বতের নীচে সেই ভিক্টোরিয়া আমলে তৈরি হয়েছিল এই খনি, যা এখন হোটেল। হোটেল কর্তৃপক্ষ দাবি করেছেন,খনিতে নেমে এমন বিলাসবহুল রাত্রিযাপনের ব্যবস্থা বিশ্বে আর কোথাও নেই।এই অসম্ভবকে সম্ভব করেছে একটি পর্যটন সংস্থা।এই হোটেলে চারটি ডাবল রুমের ঝকঝকে ঘর রয়েছে। আর আছে একটি গুহা। সেই গুহাতেও দুজনের থাকার সুব্যবস্থা রয়েছে। তবে আপনি ব্রিটেনে বেড়াতে যেতে চাইলেও এই হোটেলে রাত্রিযাপন করতে পারবেন না। কারণ, সপ্তাহে মাত্র এক দিনই ডিপ স্লিপ’ হোটেলে রাত্রিবাস করা যাবে। শনিবার গিয়ে রাতে থেকে রবিবার সকালে আবার ফিরে আসতে হয়। এই হোটেলের এমনটাই নিয়ম। তবে এই হোটেলে পৌঁছনোর পথটি খুব মসৃণ নয়। খনি মূলত তিন ধরনের হয়। একটি ভূগর্ভস্থ খনি, যেখানে যন্ত্রচালিত ডুলিতে ওঠানামা করতে হয়।আর একটি আছে পুকুরের মতো খোলামুখ খনি, যেখানে গাড়ি নিয়েই ঘূর্ণায়মান পথ ধরে নিচে নেমে যাওয়া যায়। আর একটি হল মিশ্র খনি। যে খনি ভূগর্ভস্থ হলেও নিচে প্রবেশ করতে হয় মাটি বা পাথর কেটে তৈরি বৃত্তাকার সিঁড়ি ধরে। এই ধরনের একটি মিশ্র খনি রূপান্তরিত হয়েছে হোটেলে। তাই এখানেও সিঁড়ি ধরে ট্রেক করে হোটেলে প্রবেশ করতে হয়। প্রায় এক ঘণ্টার পথ। তবে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন এক জন গাইড। সিঁড়িও খুব সহজ নয়, আদতে পাথরের খাঁজ। খনিতে নামার আগে পর্যটকদের দেওয়া হবে বিশেষ বুট, হেলমেট, টর্চলাইট। দীর্ঘ খনিপথের শেষে পড়বে স্টিলের দরজা। সেই দরজা খুললেই যেন আলিবাবার রত্নগুহা! খরচ কত ? দুই জনের অভিযান এবং এক রাতে থাকা, খাওয়ার খরচ ৩৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার টাকা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

4 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

4 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

5 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago