মাটি খুঁড়ে ২৪ ক্যারেটের ৪২৫ স্বর্ণমুদ্রা উদ্ধার

এই খবর শেয়ার করুন (Share this news)

মাঝে মধ্যে স্বপ্নে এমন গুপ্তধনের সন্ধান পাওয়া যায় । ইজরায়েলে সেই স্বপ্নই বাস্তবের মাটিতে ফলেছে । মাটি খুঁড়ে থরে থরে উঠে এসেছে সোনার মোহর ! যার বর্তমান বাজারদর শুনলে রাজা উজিরাও চমকে যাবেন । সব কটি মোহর একত্রিত করে দেখা গেছে , ওজন সাকুল্যে ১ কিলো ! মাটি খুঁড়তেই মিলেছে শয়ে শয়ে স্বর্ণমুদ্রা । হ্যাঁ , গোল্ড কয়েন । আক্ষরিক অর্থেই যখের ধন । নৃতাত্ত্বিকেরা জানিয়েছেন , স্বর্ণমুদ্রাগুলি কমপক্ষে ১১০০ বছরের প্রাচীন । সে সময় এই মুদ্রার নাম ছিল স্বর্ণদিনার ।। অর্থাৎ ইজরায়েলের ইসলামিক যুগের আব্বাসিদের আমলের । এর চেয়েও আশ্চর্যের বিষয় হল , নৃতাত্ত্বিক বিশেষজ্ঞদের প্রত্ন খননের সূত্রে নয় , এই গুপ্তধন মাটি খুঁড়ে পেয়েছেন এ দেশের একদল পড়ুয়া , যারা বয়সে কিশোর – কিশোরী । তবে এরা সকলেই নৃতত্ত্ব পাঠ্যক্রমের ছাত্রছাত্রী ।

ওই এলাকায় তাদের ‘ প্র্যাকটিক্যাল ক্লাস ’ চলছিল । অনেকটা কিশোর অমনিবাসে রহস্য রোমাঞ্চ সিরিজে যেমনটা ঘটে , তাদের সঙ্গে বাস্তবে ঠিক তেমনটাই ঘটেছে । সম্প্রতি মধ্য ইজরায়েলের একটি নির্মীয়মাণ বাড়িতে খননকার্য চালানোর সময় এই স্বর্ণমুদ্রাগুলি পেয়েছে একদল পড়ুয়া , যারা বয়েসে ‘ টিন এজার ’ । খননকাজে জড়িতদের সকলের গড় বয়স আঠারো । মাটির নিচে যত্ন করে একটি মাটির তৈরি জারে সোনার মোহরগুলি রাখা ছিল । ইজরায়েলের পুরাতত্ত্ব বিভাগ সূত্রে জানানো হয়েছে , এগুলি আনুমানিক ১১০০ বছর আগে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল । এমন সযতেন মাটি খুঁড়ে ধাতব ঘরাটি রাখা হয়েছিল যাতে স্বর্ণমুদ্রার পাত্রটি অন্যত্র সরে না যায় । খননকার্যের দায়িত্বে থাকা নাভাদ জিভ বলেছে , “ আমাদের মনে হয়েছে সহস্রাধিক বছর আগেও পাত্রটি এমন ভাবে রাখা হয়েছিল যাতে পরবর্তী সময়ে প্রয়োজনে সেটি খনন করে সযতনে উপরে তুলে আনা যায় । ‘ এত স্বর্ণমুদ্রার আসল মালিক কে , ইজরায়েলের পুরাতত্ত্ব বিভাগ সেই তদন্ত শুরু করেছে ।

যে দলটি গুপ্তধনের সন্ধান পেয়েছে তার দায়িত্বে থাকা ওজ কোহেন বলেছে , ‘ মাটি খুঁড়তে খুঁড়তে দেখলাম পাতলা পাতার মতো কিছু একটা ভিতরে উঁকি মারছে । ভাল করে দেখেই বুঝলাম সেটি স্বর্ণমুদ্রা । মুদ্রাগুলিতে সোনার পাতের কারুকাজ দেখে মনে হচ্ছে এগুলি বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কার মুদ্রা , যা এখন দুষ্প্রাপ্য । পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে , যারা খননকাজ চালিয়েছিল সকলেই বয়সে তরুণ । এমন মোট ৪২৫ টি সোনার মোহর পাওয়া গেছে যেগুলি আনুমানিক নবম শতাব্দীর । সবগুলি কয়েন মিলে ওজন প্রায় ২ পাউন্ড অর্থাৎ প্রায় ১ কিলো । রবার্ট কুলের কথায় , ‘ আক্ষরিক অর্থেই গুপ্তধনের সন্ধান । ” ইজরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষর মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন , ৪২৫ টি স্বর্ণমুদ্রাই ২৪ ক্যারেটের ( খাঁটি সোনা ) । এগুলি প্রতিটি নবম শতাব্দীতে ইজরায়েলের আব্বাসীয় খিলাফত আমলের । আব্বাসীয় খিলাফতের সঙ্গে সেই সময় বৃহত্তর তুরস্কে বাইজেন্টাইন সাম্রাজ্যের ঘোরতর যুদ্ধ চলছে । আব্বাসীয় খিলাফতের সাম্রাজ্যের সীমা তখন পূর্বে পারস্য থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল । সেই আমলে এই স্বর্ণমুদ্রাগুলি দিয়ে তুরস্কের যে কোনও শহরের সর্বশ্রেষ্ঠ বাড়িটি কিনে ফেলা যেত । খননকার্যের ডিরেক্টর লিয়াত নাভাদ জিভ বলেন , ‘ ভাবতেই শিহরণ হচ্ছে ! আমরা এমন দুষ্প্রাপ্য সোনার মুদ্রা সামান্য মাটি খুঁড়েই আবিষ্কার করলাম ! ’

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

21 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

21 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago