মাটি নয়, দুর্ঘটনায় মৃ*ত্যু অসহায় নির্মাণ শ্রমিকের!!
অনলাইন প্রতিনিধি :-শনিবার রাতে চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিলের গরমাইবাড়িতে সাইড ওয়াল নির্মাণ করতে গিয়ে যে শ্রমিকের মৃত্যু হয়েছিল, তা মাটি চাপা পড়ে হয়নি। মৃত্যু হয়েছে মিক্সচার মেশিন গাড়ির নীচে চাপা পড়ে। দৈনিক সংবাদের তদন্তে উঠে আসে, দিনমজুর শ্রমিক মিঠুন দেববর্মার মৃ*ত্যু হয়েছে ঠিকাদারি সংস্থার চূড়ান্ত অবহেলার কারণে। একটি মিক্সচার মেশিন গাড়ি ঢালাইয়ের জন্য কংক্রিট সাপ্লাই দেবার সময় অত্যাধিক ওজন হওয়ার ফলে গাড়িটি কাত হয়ে শ্রমিকের উপর গিয়ে পড়ে। এই ঘটনার পর তিন ঘন্টা ওই অসহায় শ্রমিকটি গাড়ির নিচে চাপা পড়ে থাকে। পরবর্তী সময়ে ঠিকাদারি সংস্থা একটি ডজার এনে গাড়িটিকে সরিয়ে শ্রমিকের মৃত দেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার পর ঠিকাদারি সংস্থা, স্থানীয় পুলিশ এবং স্থানীয় নেতৃত্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রচার করে সাইড ওয়াল তৈরি করতে গিয়ে মাটি ধ্বসে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে দিনমজুর শ্রমিক মিঠুন দেববর্মার দেহ নিজ বাড়িতে নিয়ে আসা হলে, তার পরিবারের সদস্যসহ আত্মীয় পরিজনদের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকার মানুষজন সম্পূর্ণভাবে দায়ী করছেন ঠিকাদারি সংস্থাটিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঠিকাদারি সংস্থাটি দিনের বেলায় এই সমস্ত কাজ না করিয়ে অন্ধকারের সুবিধায় চারজন শ্রমিককে দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে ঠিকাদারি সংস্থাটি ছিল একেবারে উদাসীন। রাতের অন্ধকারে ছিলনা পর্যাপ্ত আলোর ব্যবস্থা। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।