মাতাল বন্ধুকে ছাড়াতে এসে আটক মাতাল শিক্ষক!!
দৈনিক সংবাদ অনলাইনঃ মাতাল বন্ধুকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে থানার দুই ইন্সপেক্টরের সঙ্গে অভব্য আচরণের কারণে পুলিশি হাজতে প্রশান্ত সাহা নামে অপর এক মাতাল গুণধর শিক্ষক। ঘটনা শনিবার রাতে বিশালগড় থানায়।জানা গেছে নির্বাচনকে কেন্দ্র করে গোটা বিশালগড় মহকুমা জুড়েই প্রত্যেকদিন পুলিশি টহলধারি চলে। শনিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি।যথারীতি অফিসটিলা এলাকায় টহলদারির সময় এক মাতাল যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।খবর পেয়ে তারই বন্ধু ওই মাতাল গুণধর শিক্ষক থানায় এসে তাকে ছাড়িয়ে নিতে ব্যাপক হট্টগোল শুরু করে এবং আইওর রুমে ঢুকে দুই ইন্সপেক্টরের কাছে বন্ধুকে আটক করার কৈফিয়ৎ তলব করতে থাকে। একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকেও আটক করে বিশালগড় মহকুমা থানার লকআপে পুরে দেয় পুলিশ।