মাতৃদুগ্ধেও মিলছে ভয়ঙ্কর রাসায়নিক, মৃত একশোর বেশি সদ্যোজাত
সন্দীপ বসু|| মাতৃদুগ্ধেও রাসায়নিক বিষ! সদ্যোজাতের পুষ্টি ও বৃদ্ধির জন্য সঞ্জীবনী মাতৃস্তন। আর তাতেই নাকি ক্ষতিকর কীটনাশক পাওয়া গিয়েছে বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মায়ের বুকের দুধে, প্লাসেন্টার মধ্যেও ক্ষতিকর রাসায়নিক বিস-ফিনলপথ্যালিন-এ পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশে গত ১০ মাসে প্রায় ১১১ জন সদ্যোজাতের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গিয়ে এই ভয়ঙ্কর তথ্যকে সামনে এনেছেন তারা। বিশেষজ্ঞদের দাবি, ওই শিশুদের শরীরে কীটনাশক পাওয়া গেছে। যে মৃত শিশুদের দেহ ময়নাতদন্ত করা হয়েছে তাদের বয়স তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে। সুতরাং ওই সময়ের মধ্যে বাচ্চারা বাইরের খাবার বা পানীয় খায়নি। একমাত্র জন্মের পরে মায়ের বুকের দুধই খেয়েছিল। তাই অনুমান, সেই দুধের রাসায়নিক শরীরে ঢুকতেই মৃত্যু হয়েছে তাদের। লক্ষ্ণৌয়ের কুইন মেরি হাসপাতালে গর্ভবতী মা ও সদ্য প্রসব হয়েছে এমন মায়েদের বুকের দুধের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতেই পাওয়া গেছে কীটনাশক। সব্জির ফলন বাড়াতে চাষের জমিতে যে ধরনের রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করা হয় তাই পাওয়া গেছে বুকের দুধের নমুনায়, এমনটাই জানাচ্ছে হাসপাতালের অ্যানাটমি বিভাগ। খাবার থেকেই প্রচুর পরিমাণে রাসায়নিক ঢুকছে শরীরে। সদ্য মা হয়েছেন যারা তাদের বুকের দুধেও পাওয়া গেছে সেইসব রাসায়নিক। বিজ্ঞানীরা বলেছেন, ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গিয়েছে, স্কুলে যাচ্ছে এমন বাচ্চাদের মধ্যে হাঁপানি বাড়ছে। এর কারণ শুধুমাত্র বায়ুুদূষণ নয়, পরীক্ষা করে দেখা গেছে মায়ের গর্ভে থাকার সময়েই বিষাক্ত রাসায়নিক ঢুকেছিল তাদের শরীরে। বিষ জমতে জমতে তা ভবিষ্যতে মারাত্মক আকার নিয়েছে। সেই রাসায়নিকই ধীরে ধীরে ডালপালা মেলে শ্বাসের নানা জটিল রোগ ডেকে এনেছে। এবার বায়ুদূষণকে ছাপিয়ে গেল রাসায়নিক দূষণ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক পরীক্ষাগারে মিলেছিল মাতৃদুগ্ধে এবং ভ্রূণের মধ্যে প্লাস্টিক কণিকা, যা দেখেই উদ্বিগ্ন হয়ে
পড়েছিল বিশ্বের স্বাস্থ্যমহল। এবার তার থেকেও ভয়ঙ্কর চিত্রকে সামনে আনল উত্তরপ্রদেশের স্বাস্থ্য দপ্তর। তারা ইতিমধ্যে সতর্ক করে বলেছে, বিস-ফিনলপথ্যালিন-এ রাসায়নিক পদার্থের পাশাপাশি শিশুর শরীরে মিলছে সীসা, ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতব কণিকা। যা সদ্যোজাতের শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গেই জমাট বাধতে শুরু করছে রক্ত। আর সেই জমাট বাধা রক্তই স্তব্ধ
করে দিচ্ছে শিশুর হৃদস্পন্দন।