মাত্র সাত কিমি-র জন্য অটো ভাড়া ৫০ টাকা

এই খবর শেয়ার করুন (Share this news)

সাত কিমি রাস্তা যেতে পরিবহণ ভাড়া গুনতে হচ্ছে পঞ্চাশ টাকা । নেপালটিলা থেকে বিরাশি মাইল বাজারের দূরত্ব সাত কিমি । করোনা পরিস্থিতির আগে নেপালটিলা বিরাশি মাইলের ভাড়া ছিল ত্রিশ টাকা । করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার অজুহাতে ভাড়া করা হয় পঞ্চাশ টাকা ।পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও যান চালকরা ভাড়া না কমিয়ে যাত্রীদের পকেট কেটে চললেও পরিবহণ দপ্তর এই নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না । ফলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছে। লংতরাইভ্যালি মহকুমার মনু ব্লকের অধীন নেপালটির বাজার বিরাশি মাইল পর্যন্ত সাত কিমি রাস্তার জন্য যাত্রীদের কাছ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিচ্ছে অটো রিকশা চালকরা । পশ্চিম কাঁঠাল ছড়া পূর্ব কাঁঠাল ছড়া এডিসি ভিলেজে বসবাসকারী জনগণের বেশির ভাগই দারিদ্র সীমার নিচে বসবাস করে । এই এলাকার জনগণের আয়ের মূল উৎস হলো দিন মজুরি এবং কৃষি । এলাকার জনগণ বাজার হাট ব্যাঙ্কের কাজ সহ অন্যান্য কাজের জন্য তাদের বিরাশি মাইল বাজারে আসে সব সময় । নেপালটিলা থেকে বিরাশি মাইল পর্যন্ত যাতায়াতের একমাত্র বাহন হলো অটো রিকশা । আর এই সাত কিমি রাস্তার জন্য অটো চালকরা তাদের মর্জিমাফিক ভাড়া পঞ্চাশ টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। ২০২০ সালের করোনা পরিস্থিতির আগে এই রাস্তাতে চলাচল করতে যাত্রীরা ভাড়া দিত ত্রিশ টাকা । কিন্তু করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অটোগুলি তিন যাত্রী নিয়ে যাতায়াত করতো । এর জন্য ভাড়া বৃদ্ধি করে ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করা হয় । কিন্তু করোনা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও যাত্রী ভাড়া রয়ে গেছে পঞ্চাশ টাকা । অথচ অটো রিকশাগুলি অটোতে যাত্রী নিচ্ছে গাদাগাদি করে । যাত্রী স্বাচ্ছন্দের দিকে নজর না দিয়ে যাত্রীদের পকট কেটে চলছে অটো রিকশা চালকরা । এই এলাকার যাত্রীরা অভিযোগ করে বলে , ভাড়া বেশি নিয়ে অটো চালকদের সাথে যাত্রীদের প্রায় সময় বিবাদ লাগে । নেপালটিলা পশ্চিম কাঁঠাল ছড়া পূর্ব কাঁঠালছড়া এলাকার জনগণ অভিযোগ করে বলে , এই এলাকার কৃষি জাত পণ্য দিয়ে তারা বিরাশি মাইল বাজারে বিক্রি করতে হয় । কিন্তু কৃষি জাত পণ্য নিয়ে তারা বিরাশি মাইল বাজারে যেতে পরিবহণ খরচ পড়ে অস্বাভাবিক বেশি । বাজারে সবজি বিক্রি করে তাদের লাভ হয় না । দীর্ঘদিন ধরে এই এলাকার অটো চালকরা যাত্রীদের কাছ থেকে অস্বাভাবিক ভাড়া রাজ্যে পরিবহণ দপ্তর কোনও পদক্ষেপ নিলেও নিচ্ছে না । এলাকার জনগণ জানান , নেপালটিলা – বিরাশি মাইলের মধ্যে সাত কিমি রাস্তার ভাড়া পঞ্চাশ টাকা যে অটো চালকরা নিচ্ছে এই নিয়ে এলাকার জনগণ রাজ্যে পরিবহণ দপ্তরকে জানালেও পরিবহণ দপ্তর এই নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না । ফলে এলাকার জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago