মাত্র ১১ টাকায় চিনে বিক্রি হচ্ছে ‘আইনস্টাইনের ব্রেইন’।

এই খবর শেয়ার করুন (Share this news)

চিনা পণ্যে নতুন চমক। এবার অনলাইনে ‘আইনস্টাইনের ব্রেইন’ বিক্রি করছে চিনের একটি ই-কমার্স সংস্থা। দাম শুনলে আরও ভিড়মি খেতে হয়! দাম মাত্র ০.১ চিনা ইউয়ান থেকে ১ ইউয়ান। যার অর্থ ভারতীয় মুদ্রায় ১ টাকা থেকে ১১ টাকা। না, কোনও কৃত্রিম ‘ব্রেইন’ চিনা সংস্থাটি বিক্রি করছে না। ‘আইনস্টাইন’স ব্রেইন’ নামে একটি পণ্য বাজারে ছেড়ে বিক্রেতা সংস্থাটি দাবি করেছে, এটি ব্যবহার করলে নাকি অ্যালবার্ট আইনস্টাইনের মতোই উন্নত হয়ে ‘খোলতাই’ হয়ে যাবে ব্যবহারকারীর মস্তিষ্ক। মোদ্দাকথায়, এটি ব্যবহার করলে নাকি মস্তিষ্কের ক্ষমতা আরও উন্নত হবে।বিশ্ববরেণ্য জার্মান পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের বুদ্ধি এবং মেধা বিংশ শতাব্দীর এক চরম বিস্ময়। মেধার পরিমণ্ডলে তার মস্তিষ্ক আজও আগ্রহের অন্যতম বিষয়। তাই বুদ্ধি এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য তৈরি ‘প্রোডাক্ট’-এর নাম হিসেবেও তাকেই বেছে নিয়েছে সংস্থাটি। তাওবাও নামে অনলাইন শপিং পোর্টাল থেকে বিক্রি করা হচ্ছে পণ্যটি। তারা দাবি করেছে, ইতিমধ্যে কুড়ি হাজার ইউনিট বিক্রি হয়ে গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রে এই সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে। পণ্যটির বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘আমাদের এই পণ্য ভার্চুয়াল।আপনি এটির জন্য অর্থ প্রদান করার পরে, আপনাকে যা করতে হবে তা হল স্মার্ট হওয়ার জন্য অপেক্ষা। সাধারণত এক রাতের ঘুমের পরে আপনি দেখতে পাবেন যে আইনস্টাইনের মস্তিষ্ক ইতিমধ্যে আপনার মাথায় বেড়ে উঠতে শুরু করেছে।’ তাওবাও চিনের মুল ভূখণ্ডের শীর্ষস্থানীয় শপিং ওয়েবসাইট। জ্যাক মা-র মালিকানাধীন আলিবাবা গ্রুপের অধীনস্থ। সাউথ চায়না মর্নিং পোস্টেরও মালিক এই তাওবাও।গৃহস্থের বাসা হোক বা অফিসের অন্দরসজ্জা, চিনা পণ্যের উপস্থিতি ছাড়া আজ কার্যত অচল।স্মার্টফোন থেকে যাবতীয় বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী সস্তায় উদ্ভাবন করতে বাজার দখল করতে চিনা পণ্যের জুড়ি নেই। ভারত সহ পৃথিবীর বিরাট অংশে নিত্যব্যবহার্যের তালিকায় রমরমিয়ে বিক্রি হয় চিনা পণ্য। ইন্টারনেটে ইতিমধ্যেই ঝড় তুলেছে আইনস্টাইনের ব্রেইন ব্যবহারকারীদের অনেকেই দাবি করেছেন, সত্যিই এই জিনিসটি ব্যবহার করার পর থেকে তারা বুদ্ধির বিকাশ অনুভব করতে পারছেন। একজন ব্যবহারকারী রিভিউতে লিখেছেন, ‘এটা খুবই কার্যকর। এটা ব্যবহার করার পর আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমার ক্ষমতার তাৎপর্যপূর্ণ তফাত লক্ষ্য করেছি। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

14 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

20 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

22 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

22 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

23 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

23 hours ago