বয়স মাত্র ২৮ বছর। এই বয়সেই ২৪ জন যুবতীকে বিয়ে করে রীতিমতো বিস্মিত করে তুলেছে আম জনতাকে। নিজের আসল পরিচয় ভাঁড়িয়ে মাত্র ২৮ বছর বয়সে ২৪ জন তরুণীকে বিয়ে করার অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। ঘটনা উত্তর ২৪ পরগণার বারাসাতের কাজীপাড়া এলাকায়। সেই যুবকের নাম আশাবুল মোল্লা। এই ঘটনায় রীতিমতো বিস্ময়ে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে। আশাবুলের ২৪ জন স্ত্রী’র মধ্যে একজনের অভিযোগে বুধবার দত্তপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, মূলত টাকা এবং সোনাদানা লুঠ করার লোভেই পরপর এতোগুলো বিয়ে করেছে আশাবুল। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রাস্তা মেরামতির কাজ করতে যেত সে। প্রাথমিকভাবে জাল পরিচয়পত্র তৈরি করে ওই এলাকায় থাকতে শুরু করত আশাবুল। স্থানীয় বাসিন্দাদের জানাত, সে অনাথ। তারপর সেইসব জায়গার বিভিন্ন তরুণীকে নিজের প্রেমের জালে ফাঁসাত সে। কিছুদিন পর বিয়ে করত তাদের। তারপর দিব্যি থেকে যেতে শ্বশুরবাড়িতে। কয়েকদিন পর টাকা, সোনার গয়না ইত্যাদি হাতিয়ে বেপাত্তা হয়ে যেত আশাবুল। সম্প্রতি সাগরদিঘি এলাকার দুই তরুণীকে একইভাবে বিয়ে করেছিল আশাবুল। প্রতারিত হয়ে তাদেরই একজন পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, এ যাবত্ মোট চব্বিশটি বিয়ে করেছে আশাবুল। বাংলা তো বটেই, বিহারেও স্ত্রী রয়েছে তার। তাদের প্রত্যেকের থেকেই একই পদ্ধতিতে টাকা গয়না চুরি করে চম্পট দিয়েছে সে। অবশেষে বুধবার পুলিশের জালে আটক হয় সেই প্রতারক। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করতে চলেছে পুলিশ।
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…