বয়স মাত্র ২৮ বছর। এই বয়সেই ২৪ জন যুবতীকে বিয়ে করে রীতিমতো বিস্মিত করে তুলেছে আম জনতাকে। নিজের আসল পরিচয় ভাঁড়িয়ে মাত্র ২৮ বছর বয়সে ২৪ জন তরুণীকে বিয়ে করার অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। ঘটনা উত্তর ২৪ পরগণার বারাসাতের কাজীপাড়া এলাকায়। সেই যুবকের নাম আশাবুল মোল্লা। এই ঘটনায় রীতিমতো বিস্ময়ে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে। আশাবুলের ২৪ জন স্ত্রী’র মধ্যে একজনের অভিযোগে বুধবার দত্তপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, মূলত টাকা এবং সোনাদানা লুঠ করার লোভেই পরপর এতোগুলো বিয়ে করেছে আশাবুল। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রাস্তা মেরামতির কাজ করতে যেত সে। প্রাথমিকভাবে জাল পরিচয়পত্র তৈরি করে ওই এলাকায় থাকতে শুরু করত আশাবুল। স্থানীয় বাসিন্দাদের জানাত, সে অনাথ। তারপর সেইসব জায়গার বিভিন্ন তরুণীকে নিজের প্রেমের জালে ফাঁসাত সে। কিছুদিন পর বিয়ে করত তাদের। তারপর দিব্যি থেকে যেতে শ্বশুরবাড়িতে। কয়েকদিন পর টাকা, সোনার গয়না ইত্যাদি হাতিয়ে বেপাত্তা হয়ে যেত আশাবুল। সম্প্রতি সাগরদিঘি এলাকার দুই তরুণীকে একইভাবে বিয়ে করেছিল আশাবুল। প্রতারিত হয়ে তাদেরই একজন পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, এ যাবত্ মোট চব্বিশটি বিয়ে করেছে আশাবুল। বাংলা তো বটেই, বিহারেও স্ত্রী রয়েছে তার। তাদের প্রত্যেকের থেকেই একই পদ্ধতিতে টাকা গয়না চুরি করে চম্পট দিয়েছে সে। অবশেষে বুধবার পুলিশের জালে আটক হয় সেই প্রতারক। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করতে চলেছে পুলিশ।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…