মাত্র ৩১ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে দুর্গ, তবে সংস্কারে খরচ হবে ১২৪ কোটি।

অনেক ইতিহাস, অনেক ঐতিহ্যের সাক্ষী এই সুরম্য প্রাসাদ। আদতে দুর্গ। চল্লিশ একর জমির উপর তৈরি এই দুর্গ (ছবি) বিক্রি হয়ে যাচ্ছে মাত্র ৩০ হাজার ব্রিটিশ পাউন্ডে (৩১ লক্ষ টাকায়)। কিন্তু এহ বাহ্য।শর্ত হল, যিনি কিনবেন, তাকে এই দুর্গের সংস্কারে খরচ করতে হবে ১২ মিলিউন পাউন্ড (১২৩ কোটি ৭১ লক্ষ টাকার বেশি)।স্কটল্যান্ডের শিটল্যান্ডে অবস্থিত এই ঐতিহ্যবাহী দুর্গটি। দুর্গের খবর, শিরোনামে এসেছে কারণ মাত্র ৩০ হাজার পাউন্ডে এই বাড়ি বিক্রি করা হচ্ছে।প্রায় ৪০ একর জমির ওপর নির্মিত দুর্গটি এই দামে কেনা অনেকের কাছেই বেশ আকর্ষণীয় প্রস্তাব মনে হতে পারে। কিন্তু সম্ভাব্য ক্রেতাদের জেনে রাখা ভাল যে, দুর্গটি সংস্কারের পেছনেই খরচ হতে পারে ১২ মিলিয়ন পাউন্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর সামনে এনেছে।ফেটলার দ্বীপে অবস্থিত, ব্রফ লজ নামের ২০০ বছরের পুরোনো এ দুর্গে রয়েছে ফলি টাওয়ার, বিশাল উঠোন এবং বাগান। দুর্গটি বর্তমানে ব্রফ লজ ট্রাস্টের অধীনে রয়েছে। দুর্গটি সংরক্ষণ করতে ১৯৯৮ সালে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছিল।এ স্থাপনাটিকে একটি বিশ্বমানের ভ্রমণকেন্দ্রে রূপান্তরিত করতে একজন ‘মানব-হিতৈষী উদ্যোক্তা’র সহযোগিতা চাইছে এই ট্রাস্ট।
ট্রাস্টের পক্ষ থেকে আগ্রহী ক্রেতাদেরকে বিদ্যমান ভবনটি সংরক্ষণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।জানানো হয়েছে, এটি যিনি কিনবেন তিনি দুর্গের ভিতরে ২৪ টি বেডরুম এবং একটি রেস্টুরেন্ট তৈরি করতে পারবেন।জাতীয় তাৎপর্যের দিক থেকে ব্রফ লজ স্কটল্যান্ডের ‘এ’ শ্রেণির তালিকাভুক্ত ভবন। ফেটলার দ্বীপের উত্তর-পশ্চিম দিকে দুর্গটি অবস্থিত।দুর্গের বিক্রয় মূল্য স্কটল্যান্ডের একটি সাধারণ বাড়ির গড় মূল্যের চেয়েও কম।এইচএম ল্যান্ড রেজিস্ট্রির গত আগস্ট মাসের হিসাব জানাচ্ছে,এ দেশে একটি সাধারণ বাড়ির মূল্য প্রায় ১,৯৫,৩৯১ ইউরো (১ কোটি ৭৩ লক্ষ টাকা)। আর্থর নিকোলসন নামের এক বণিক দুর্গটি নির্মাণ করেছিলেন।ফ্রান্স,সুইজারল্যান্ড ও ইতালি ভ্রমণের সময় তিনি যেসব স্থাপত্য দেখেছেন, সেগুলির মিশেলে এটিতে গড়ে তুলেছিলেন।১৯৮০ সালে স্কটল্যান্ডের শেষ লেডি নিকোলসন চলে যাওয়ার পর থেকে সুবিশাল দুর্গটি জনমানবশূন্য অবস্থায় রয়েছে। ২০০৭ সালে নিকোলসন পরিবারের সর্বশেষ উত্তরাধিকারী অলিভ বরল্যান্ড এ দুর্গের মালিকানা ব্রফ লজ ট্রাস্টকে হস্তান্তর করেন এবং নিজে ট্রাস্টের একজন ট্রাস্টি হিসেবে থেকে যান।