মাত্র ৩১ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে দুর্গ, তবে সংস্কারে খরচ হবে ১২৪ কোটি।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনেক ইতিহাস, অনেক ঐতিহ্যের সাক্ষী এই সুরম্য প্রাসাদ। আদতে দুর্গ। চল্লিশ একর জমির উপর তৈরি এই দুর্গ (ছবি) বিক্রি হয়ে যাচ্ছে মাত্র ৩০ হাজার ব্রিটিশ পাউন্ডে (৩১ লক্ষ টাকায়)। কিন্তু এহ বাহ্য।শর্ত হল, যিনি কিনবেন, তাকে এই দুর্গের সংস্কারে খরচ করতে হবে ১২ মিলিউন পাউন্ড (১২৩ কোটি ৭১ লক্ষ টাকার বেশি)।স্কটল্যান্ডের শিটল্যান্ডে অবস্থিত এই ঐতিহ্যবাহী দুর্গটি। দুর্গের খবর, শিরোনামে এসেছে কারণ মাত্র ৩০ হাজার পাউন্ডে এই বাড়ি বিক্রি করা হচ্ছে।প্রায় ৪০ একর জমির ওপর নির্মিত দুর্গটি এই দামে কেনা অনেকের কাছেই বেশ আকর্ষণীয় প্রস্তাব মনে হতে পারে। কিন্তু সম্ভাব্য ক্রেতাদের জেনে রাখা ভাল যে, দুর্গটি সংস্কারের পেছনেই খরচ হতে পারে ১২ মিলিয়ন পাউন্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর সামনে এনেছে।ফেটলার দ্বীপে অবস্থিত, ব্রফ লজ নামের ২০০ বছরের পুরোনো এ দুর্গে রয়েছে ফলি টাওয়ার, বিশাল উঠোন এবং বাগান। দুর্গটি বর্তমানে ব্রফ লজ ট্রাস্টের অধীনে রয়েছে। দুর্গটি সংরক্ষণ করতে ১৯৯৮ সালে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছিল।এ স্থাপনাটিকে একটি বিশ্বমানের ভ্রমণকেন্দ্রে রূপান্তরিত করতে একজন ‘মানব-হিতৈষী উদ্যোক্তা’র সহযোগিতা চাইছে এই ট্রাস্ট।
ট্রাস্টের পক্ষ থেকে আগ্রহী ক্রেতাদেরকে বিদ্যমান ভবনটি সংরক্ষণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।জানানো হয়েছে, এটি যিনি কিনবেন তিনি দুর্গের ভিতরে ২৪ টি বেডরুম এবং একটি রেস্টুরেন্ট তৈরি করতে পারবেন।জাতীয় তাৎপর্যের দিক থেকে ব্রফ লজ স্কটল্যান্ডের ‘এ’ শ্রেণির তালিকাভুক্ত ভবন। ফেটলার দ্বীপের উত্তর-পশ্চিম দিকে দুর্গটি অবস্থিত।দুর্গের বিক্রয় মূল্য স্কটল্যান্ডের একটি সাধারণ বাড়ির গড় মূল্যের চেয়েও কম।এইচএম ল্যান্ড রেজিস্ট্রির গত আগস্ট মাসের হিসাব জানাচ্ছে,এ দেশে একটি সাধারণ বাড়ির মূল্য প্রায় ১,৯৫,৩৯১ ইউরো (১ কোটি ৭৩ লক্ষ টাকা)। আর্থর নিকোলসন নামের এক বণিক দুর্গটি নির্মাণ করেছিলেন।ফ্রান্স,সুইজারল্যান্ড ও ইতালি ভ্রমণের সময় তিনি যেসব স্থাপত্য দেখেছেন, সেগুলির মিশেলে এটিতে গড়ে তুলেছিলেন।১৯৮০ সালে স্কটল্যান্ডের শেষ লেডি নিকোলসন চলে যাওয়ার পর থেকে সুবিশাল দুর্গটি জনমানবশূন্য অবস্থায় রয়েছে। ২০০৭ সালে নিকোলসন পরিবারের সর্বশেষ উত্তরাধিকারী অলিভ বরল্যান্ড এ দুর্গের মালিকানা ব্রফ লজ ট্রাস্টকে হস্তান্তর করেন এবং নিজে ট্রাস্টের একজন ট্রাস্টি হিসেবে থেকে যান।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

4 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

4 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

5 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago