মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল মে-র প্রথম সপ্তাহে!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে।একযোগে রাজ্য পর্ষদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ সমতুল মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল কলা এবং ফাজিল থিওলজি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সেই লক্ষ্যে পর্ষদের তরফে প্রয়োজনীয় সব কাজ চলছে। জানা গেছে, মের প্রথম সপ্তাহে, সম্ভব হবে ৫ তারিখে ফলাফল প্রকাশের জন্য জোর তৎপরতা চলছে রাজ্য পর্ষদের তরফে। ফলাফল প্রকাশের প্রাথমিক কাজ উত্তরপত্র মূল্যায়ন প্রায় শেষ হয়ে গেছে। মাধ্যমিকের ইংরেজি বাকি উত্তরপত্র মূল্যায়নের কাজ পুরোপুরি শেষ। ইংরেজির উত্তরপত্র মূল্যায়নে বাকি থাকা প্রধান পরীক্ষকের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে সোমবার, ২০ এপ্রিল। উচ্চমাধ্যমিকের বাংলা এবং ইংরেজি উত্তরপত্র মূল্যায়নে সংশোধক তথা স্কুটিনাইজার এবং প্রধান পরীক্ষকের কাজ চলছে। এই কাজ শেষ হয়ে যাবে বুধবার, ২২ এপ্রিলের মধ্যে। রাজ্য পর্ষদের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ মহলের বক্তব্য অন্তত এমনই। মহলটির খবর এরপর ফলাফল প্রকাশের জন্য আর দশ দিনের মতো সময় লাগবে। সূত্রের খবর অনুসারে, ফলাফল প্রকাশে গতি আনার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের আগে মার্কশিট ছাপানো হয়ে যায় রাজ্য পর্ষদের উদ্যোগে। এরপর এই মার্কশিটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সহ অন্যান্য তথ্য বসানো হয়। এই প্রক্রিয়া অবলম্বনের দ্রুত অথচ নির্ভুল ফলাফল প্রকাশ সহজ হয় বলে সূত্রের বক্তব্য। উত্তরপত্র মূল্যায়নের পর অনলাইন তথা কম্পিউটারে তথ্য সন্নিবেশের জন্য দিন কয়েক সময় লাগে। এরপর ফল প্রকাশে আর তেমন কোনও ঝামেলা থাকে না বলে খবর। পর্ষদের ফল প্রকাশ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয়েছে সচিব ড. দুলাল দের সঙ্গে। ড. দে সত্যতা স্বীকার করলেও এই প্রসঙ্গে বিশদে কিছু বলতে চাননি। একই বিষয় নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে পর্যদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী সরাসরি বলেন, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্য পর্ষদের ফলাফল প্রকাশ হবে নিশ্চিতভাবে।তিনি ৫ মে’র মধ্যে ফলাফল প্রকাশের প্রচেষ্টা চলছে বলে তার প্রতিক্রিয়ায় জানান।