অনলাইন প্রতিনিধিঃ শুধু মাত্র অর্থ উপার্জন করে পরিবার পরিজনদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকাই যে জীবনের লক্ষ্য হতে পারে না, সংসারের পাশাপাশি সমাজের প্রতি যে আমাদের কর্তব্য নিষ্ঠা এবং দায়বদ্ধতা থেকে গেছে সেটাই প্রমাণিত সত্য। বাঁচার মতো বাঁচতে হলে সমাজ সংসারের প্রতি দায়বদ্ধতা অনস্বীকার্য। আর এই সামাজিক দায়বদ্ধতার মধ্যে অন্যতম হল মানব সেবা। সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্ম হল নি:স্বার্থভাবে মানুষের সেবা করা। আর সেটাই বাস্তবে রূপায়ণ করে দেখালেন রাজধানী আগরতলার ছেলে সানু মালাকার। মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সানু। সে একজন নৃত্য শিল্পী। তার এই শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে পথশিশুদের এবং গরিবদের সাহায্যে এগিয়ে এসেছে সানু। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি রেকর্ড করা হয়েছে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে। ভিডিওটিতে দেখা গেছে রাজবাড়ির সামনে এক অসাধারণ নৃত পরিবেশন করেছে সানু এবং সেই নৃত্য দেখে খুশি হয়ে অনেকেই নিজেদের সাধ্য মতো টাকা তাকে দিয়েছে। এতটুকু পর্যন্ত বিষয়টা একেবারেই সাধারণ ছিল। অবাক করার বিষয় হল, এই উপার্জন করা টাকা সে নিজের জন্য কিংবা তার নিজের পরিবারের জন্য ব্যয় করেনি। তার উপার্জিত টাকাগুলো দিয়ে সেখানে থাকা গরিবদের সাহায্য করেছেন। এমন আরও বেশ কয়েকটি ভিডিও আছে তার প্রোফাইলে যেখানে দেখা গেছে নৃত্য পরিবেশনের মাধ্যমে টাকা উপার্জন করে নানাভাবে সে গরিবদের সাহায্য করছে। এই মানব সেবার পাশাপাশিও আরেকটি বিষয় উল্লেখ করতেই হয় যে, বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি ও মুখের খারাপ ভাষা ব্যবহার করে ভাইরাল হচ্ছে একটা অংশের ছেলে-মেয়েরা সে জায়গায় দাঁড়িয়ে সানুর মতো ছেলেরা প্রমাণ করে দিচ্ছে যে, নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এধরনের ভালো কাজ করেও ভাইরাল হওয়া যায়।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…