মানসিক দৃঢ়তাই এগিয়ে যাওয়ার মূলমন্ত্র: বিপ্লব!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বুধবার রাজ্যে এসেই দলের সাংগঠনিক কাজে নেমে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।এদিন তিনি প্রথমে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত গোপীনগরে বিজেপির সদস্যপদ গ্রহণ কর্মসূচিতে অংশ নেন।তার হাত ধরে এদিন গোপীনগরে প্রচুর মানুষ বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব,বিধায়ক ভগবান দাস প্রমুখ।পরবর্তীকালে এদিন প্রতাপগড় বিধানসভার ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপি সদস্যপদ গ্রহণ অভিযানে অংশ নেন। এখানেও তার হাত ধরে প্রচুর মানুষ ভাজপার সদস্যপদ গ্রহণ করেন। দুটি কর্মসূচিতেই শ্রীদেবকে ঘিরে দলীয় কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন সন্ধ্যায় রাজ্যসভার সাংসদ থাকাকালীন তারই প্রদান করা সাংসদ তহবিলের অর্থে প্রতাপগড় ঋষিপাড়ায় গড়ে ওঠা নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ শ্রীদেব।অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র বিধায়ক দীপক মজুমদার সহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রীদেব তার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে গৃহীত বেশকিছু জনকল্যাণকারী কাজ ও সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।তিনি বলেন,নিজের পায়ে দাঁড়াতে গেলে সকলের আগে মানসিক পরিবর্তন জরুরি।মানসিক দৃঢ়তা থাকলে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধাই আটকে রাখতে পারবে না।এই প্রসঙ্গে তিনি একেবারে অসহায় দরিদ্র চা শ্রমিক পরিবারের সন্তানের টিসিএস অফিসার হওয়ার তথ্য তুলে ধরেন। আগামীকালও সাংসদ শ্রীদেব দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে, রাজ্যে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কিছু এলাকায় অসমাপ্ত কাঁটাতারের ফেন্সিং নির্মাণ
নিয়ে ফের সরব হয়েছেন সাংসদ শ্রীদেব। এই ব্যাপারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুনরায় চিঠি দিয়েছেন।চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রাজ্যের সাথে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।এর মধ্যে এখনও ২৬ দশমিক ৬৪ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি। সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ নিয়েও এখন আর সমস্যা নেই।বর্তমানে বাংলাদেশে ব্যাপক অস্থিরতা চলছে।এর প্রভাব যাতে ত্রিপুরায় না পড়ে, জন্য সীমান্তের উন্মুক্ত এলাকায় জরুরি ভিত্তিতে কাঁটাতারের বেড়া নির্মাণ করা জরুরি। কিন্তু কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পাশাপাশি বিএসএফের নজরদারি আরও বাড়ানোর জন্য দাবি করেন সাংসদ বিপ্লব কুমার দেব।চিঠিতে তিনি আরও বলেন,ত্রিপুরাতে বহু বছর ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে। প্রথম দিকে যে কাজ হয়েছে, সেই কাঁটাতারের বেড়া বর্তমানে সংস্কার প্রয়োজন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তরাজ্য ত্রিপুরায় যেকোনও ধরনের সীমান্ত অপরাধ মোকাবিলা করতে এই ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া দরকার বলে তিনি উল্লেখ করেন।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

17 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

17 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

18 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

18 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

18 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago