বর্তমান মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহাকে বামপন্থী ঘরের ছেলে বলে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার । শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত সিট্যুর পনেরোতম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই ( এম ) -এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এই দাবি করেন । তিনি বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সম্পর্কে আরও বলেন , ‘ এই ভদ্রলোকের সাথে আমাদের কোনও শত্রুতা নেই । তার ভাই বামপন্থী আন্দোলনের নেতা ছিলেন । শুধু তাই নয় , আগরতলা পুরসভার সিপিআই ( এম ) এর মনোনীত সদস্য ছিলেন । বামপন্থী সরকার বদলের পর ডা . সাহা বিজেপি দলের সভাপতি হয়েছেন । কীভাবে হঠাৎ করে মুখ্যমন্ত্রী হলেন , তিনি নিজেও জানতেন না । মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তার মনের কথা মনের অজান্তেই বেরিয়ে আসছে । তিনি যে দোদুল্যমানতায় ভুগছেন , হীনমন্যতায় ভুগছেন । তার কথা থেকেই বেরিয়ে আসছে । বিরোধী দলনেতা তথা রাজ্যের টানা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী , পোড় খাওয়া কমিউনিস্ট নেতা মানিক সরকারের এই দাবি ও বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে । শনিবার বিকাল থেকেই বর্তমান মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই দাবি ও বক্তব্যে তোলপাড় হচ্ছে নেট দুনিয়া থেকে শুরু করে রাজনীতির অঙ্গন । রাজ্য রাজ্যনীতিতেও শুরু হয়েছে নানা গুঞ্জন ও জল্পনা । আর এই জল্পনা উস্কে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেই।
রাজনীতির সাথে যাদের নাড়ির সম্পর্ক । যারা রাজনীতির হাঁড়ির খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন – কমিউনিস্টদের প্রতিটি কথা , প্রতিটি পদক্ষেপের পেছনে কোনও না কোনও রাজনীতি থাকে । রাজনৈতিক স্বার্থ ছাড়া তারা এক পা – ও দেয় না । তাই শনিবার বর্তমান সম্পর্কে প্রাক্তনের এই মূল্যায়ন , রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল । শুধু তাই নয় , এই বক্তব্যের পেছনে রাজনৈতিক স্বার্থের যে অংক রয়েছে তাই মনে করা হচ্ছে । – রাজনীতির ময়দান হোক কিংবা যুদ্ধক্ষেত্র , শত্রু ও প্রতিপক্ষ যদি নিজেদের থেকে বেশি শক্তিশালী হয় , যখন বোঝা যায় যে প্রতিপক্ষের সাথে সামনা সামনি লড়াইয়ে পেরে ওঠা যাবে না – তখন পেছন থেকে নানা কৌশল অবলম্বন করতে হয় । এই কৌশল নানা ধরনের হতে পারে । বন্ধু সেজে শত্রু শিবিরে ঢুকে পড়া থেকে শুরু করে , প্রতিপক্ষের দুর্বলতাগুলো খুঁজে বের করে- সেই দুর্বল জায়গায় সুযোগ ও সময় বুঝে আঘাত করা । এই সবই হচ্ছে কৌশল । এতে দোষের বা অপরাধের কিছু নেই । রাজনীতি -সমাজনীতি -যুদ্ধনীতি , সব জায়গাতেই এই কৌশল অবলম্বন করতে হয় । আগেও হয়েছে, এখনও হচ্ছে , ভবিষ্যতেও হবে । বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই মূল্যায়ন ও বক্তব্যকে সেই কৌশলেরই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক মহল । বর্তমান মুখ্যমন্ত্রীকে বামপন্থী ঘরানা ও বামপন্থী ঘরের ছেলে বলে তার দুর্বল জায়গায় আঘাত করে জল্পনা উস্কে দিয়েছেন বিরোধী নেতা মানিক সরকার । যা নিয়ে রাজ্য রাজনীতিতে এখন নানা জল্পনা শুরু হয়েছে । বিশেষ করে শাসকদলের অন্দরে যারা ডা . মানিক সাহার বিরোধী গোষ্ঠী , তারা এখন আরও বেশি সোচ্চার হয়ে উঠবে । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে , প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সঠিক সময়েই বর্তমান মুখ্যমন্ত্রীর বিরোধী লবির হাতে অস্ত্র তুলে দিয়েছেন । এতে করে দুর্বল হবে শাসকের ভীত । সামনেই চার কেন্দ্রের উপ নির্বাচন । এই নির্বাচনেই যদি শাসক শিবিরকে নাড়া দেওয়া যায় , তাহলে ২০২৩ বামেদের ক্ষমতায় আসার পথ প্রশস্ত হবে । এখন প্রশ্ন হচ্ছে , বর্তমান মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা এবং তার নেতৃত্বাধীন রাজ্য বিজেপি পুরো বিষয় ও পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করে সেটাই এখন দেখার ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…