মানিক বাদে শপথ নিলেন তিন বিধায়ক

 মানিক বাদে শপথ নিলেন তিন বিধায়ক
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। নির্ধারিত সুচী অনুযায়ী মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নিলেন ৬ নং আগরতলা কেন্দ্রের বিজয়ী প্রার্থী সুদীপ রায় বর্মন, ৫৭ নং যুবরাজ নগর কেন্দ্রের জয়ী প্রার্থী মলিনা দেবনাথ এবং ৪৬ নং সুরমা তপশিলি কেন্দ্রের জয়ী প্রার্থী স্বপ্না দাস পাল। এদিন রাজ্য বিধানসভার লবিতে তিন নবনির্বাচিত বিধায়ক কে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিন বিধায়ক শপথ নিলেও এদিন বিধায়ক হিসাবে শপথ নেননি ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজয়ী প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

জানা গেছে, বিশেষ একটি কারনে তিনি এদিন শপথ নেননি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিধায়ক হিসাবে জয়ী হলেও, তিনি একই সাথে এখনো রাজ্য সভার সাংসদ। সংসদীয় আইন অনুযায়ী, যেদিন তিনি বিধায়ক হিসাবে জয়ের সার্টিফিকেট গ্রহন করেছেন, সেদিন থেকে আগামী ১৪ দিনের মধ্যে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে। এদিকে, আগামী ১৮ জুলাই নয়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহন হবে। সেই নির্বাচনে ডঃ মানিক সাহা যদি সাংসদ হিসেবে ভোট দেন, তাহলে তার ওই একটি ভোটের ভ্যলু হবে ৭০০ ভোট।

আর যদি ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বিধায়ক হিসাবে ভোট দেন তাহলে তার এই ভোটের ভ্যলু হবে শুধুমাত্র ২৬ ভোট। যে কারণে মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নেওয়ার নির্ধারিত সুচী থাকলেও তিনি এদিন শপথ নেননি।জানা গেছে, এই পরিস্থিতিতে দলের সিদ্ধান্ত কি? সেটা জানতে আগামী দু’একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শ্রী সাহা দিল্লী যাবেন।

দিল্লীর সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন। তবে সিদ্ধান্ত ১৪ দিনের মধ্যেই নিতে হবে। মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে হলে তাকে সাংসদ পদ ছাড়তেই হবে।
এদিকে মঙ্গলবার বিধানসভার লবিতে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যমন্ত্রীসভার অন্যান্য সদস্য – সদস্যা, বিধায়করা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.