দৈনিক সংবাদ অনলাইন।। নির্ধারিত সুচী অনুযায়ী মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নিলেন ৬ নং আগরতলা কেন্দ্রের বিজয়ী প্রার্থী সুদীপ রায় বর্মন, ৫৭ নং যুবরাজ নগর কেন্দ্রের জয়ী প্রার্থী মলিনা দেবনাথ এবং ৪৬ নং সুরমা তপশিলি কেন্দ্রের জয়ী প্রার্থী স্বপ্না দাস পাল। এদিন রাজ্য বিধানসভার লবিতে তিন নবনির্বাচিত বিধায়ক কে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিন বিধায়ক শপথ নিলেও এদিন বিধায়ক হিসাবে শপথ নেননি ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজয়ী প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
জানা গেছে, বিশেষ একটি কারনে তিনি এদিন শপথ নেননি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিধায়ক হিসাবে জয়ী হলেও, তিনি একই সাথে এখনো রাজ্য সভার সাংসদ। সংসদীয় আইন অনুযায়ী, যেদিন তিনি বিধায়ক হিসাবে জয়ের সার্টিফিকেট গ্রহন করেছেন, সেদিন থেকে আগামী ১৪ দিনের মধ্যে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে। এদিকে, আগামী ১৮ জুলাই নয়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহন হবে। সেই নির্বাচনে ডঃ মানিক সাহা যদি সাংসদ হিসেবে ভোট দেন, তাহলে তার ওই একটি ভোটের ভ্যলু হবে ৭০০ ভোট।
আর যদি ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বিধায়ক হিসাবে ভোট দেন তাহলে তার এই ভোটের ভ্যলু হবে শুধুমাত্র ২৬ ভোট। যে কারণে মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নেওয়ার নির্ধারিত সুচী থাকলেও তিনি এদিন শপথ নেননি।জানা গেছে, এই পরিস্থিতিতে দলের সিদ্ধান্ত কি? সেটা জানতে আগামী দু’একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শ্রী সাহা দিল্লী যাবেন।
দিল্লীর সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন। তবে সিদ্ধান্ত ১৪ দিনের মধ্যেই নিতে হবে। মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে হলে তাকে সাংসদ পদ ছাড়তেই হবে।
এদিকে মঙ্গলবার বিধানসভার লবিতে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যমন্ত্রীসভার অন্যান্য সদস্য – সদস্যা, বিধায়করা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…