দৈনিক সংবাদ অনলাইন।। নির্ধারিত সুচী অনুযায়ী মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নিলেন ৬ নং আগরতলা কেন্দ্রের বিজয়ী প্রার্থী সুদীপ রায় বর্মন, ৫৭ নং যুবরাজ নগর কেন্দ্রের জয়ী প্রার্থী মলিনা দেবনাথ এবং ৪৬ নং সুরমা তপশিলি কেন্দ্রের জয়ী প্রার্থী স্বপ্না দাস পাল। এদিন রাজ্য বিধানসভার লবিতে তিন নবনির্বাচিত বিধায়ক কে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিন বিধায়ক শপথ নিলেও এদিন বিধায়ক হিসাবে শপথ নেননি ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজয়ী প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
জানা গেছে, বিশেষ একটি কারনে তিনি এদিন শপথ নেননি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিধায়ক হিসাবে জয়ী হলেও, তিনি একই সাথে এখনো রাজ্য সভার সাংসদ। সংসদীয় আইন অনুযায়ী, যেদিন তিনি বিধায়ক হিসাবে জয়ের সার্টিফিকেট গ্রহন করেছেন, সেদিন থেকে আগামী ১৪ দিনের মধ্যে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে। এদিকে, আগামী ১৮ জুলাই নয়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহন হবে। সেই নির্বাচনে ডঃ মানিক সাহা যদি সাংসদ হিসেবে ভোট দেন, তাহলে তার ওই একটি ভোটের ভ্যলু হবে ৭০০ ভোট।
আর যদি ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বিধায়ক হিসাবে ভোট দেন তাহলে তার এই ভোটের ভ্যলু হবে শুধুমাত্র ২৬ ভোট। যে কারণে মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নেওয়ার নির্ধারিত সুচী থাকলেও তিনি এদিন শপথ নেননি।জানা গেছে, এই পরিস্থিতিতে দলের সিদ্ধান্ত কি? সেটা জানতে আগামী দু’একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শ্রী সাহা দিল্লী যাবেন।
দিল্লীর সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন। তবে সিদ্ধান্ত ১৪ দিনের মধ্যেই নিতে হবে। মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে হলে তাকে সাংসদ পদ ছাড়তেই হবে।
এদিকে মঙ্গলবার বিধানসভার লবিতে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যমন্ত্রীসভার অন্যান্য সদস্য – সদস্যা, বিধায়করা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…