দৈনিক সংবাদ অনলাইন।। নির্ধারিত সুচী অনুযায়ী মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নিলেন ৬ নং আগরতলা কেন্দ্রের বিজয়ী প্রার্থী সুদীপ রায় বর্মন, ৫৭ নং যুবরাজ নগর কেন্দ্রের জয়ী প্রার্থী মলিনা দেবনাথ এবং ৪৬ নং সুরমা তপশিলি কেন্দ্রের জয়ী প্রার্থী স্বপ্না দাস পাল। এদিন রাজ্য বিধানসভার লবিতে তিন নবনির্বাচিত বিধায়ক কে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিন বিধায়ক শপথ নিলেও এদিন বিধায়ক হিসাবে শপথ নেননি ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজয়ী প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
জানা গেছে, বিশেষ একটি কারনে তিনি এদিন শপথ নেননি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিধায়ক হিসাবে জয়ী হলেও, তিনি একই সাথে এখনো রাজ্য সভার সাংসদ। সংসদীয় আইন অনুযায়ী, যেদিন তিনি বিধায়ক হিসাবে জয়ের সার্টিফিকেট গ্রহন করেছেন, সেদিন থেকে আগামী ১৪ দিনের মধ্যে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে। এদিকে, আগামী ১৮ জুলাই নয়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহন হবে। সেই নির্বাচনে ডঃ মানিক সাহা যদি সাংসদ হিসেবে ভোট দেন, তাহলে তার ওই একটি ভোটের ভ্যলু হবে ৭০০ ভোট।
আর যদি ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বিধায়ক হিসাবে ভোট দেন তাহলে তার এই ভোটের ভ্যলু হবে শুধুমাত্র ২৬ ভোট। যে কারণে মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নেওয়ার নির্ধারিত সুচী থাকলেও তিনি এদিন শপথ নেননি।জানা গেছে, এই পরিস্থিতিতে দলের সিদ্ধান্ত কি? সেটা জানতে আগামী দু’একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শ্রী সাহা দিল্লী যাবেন।
দিল্লীর সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন। তবে সিদ্ধান্ত ১৪ দিনের মধ্যেই নিতে হবে। মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে হলে তাকে সাংসদ পদ ছাড়তেই হবে।
এদিকে মঙ্গলবার বিধানসভার লবিতে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যমন্ত্রীসভার অন্যান্য সদস্য – সদস্যা, বিধায়করা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…