মানুষের কাছে সুযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য:প্রণজিত!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-নবনির্মিত বামুটিয়া তহশিল কাছারী অফিসের উদ্বোধন হল বুধবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, শীলা দাস(সেন) সহ অন্যান্যরা। এদিন ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই অফিসের উদ্বোধন করে মন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি নব নির্মিত তহশিল কাছারি অফিস প্রাঙ্গনে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন মন্ত্রী শ্রী সিংহ রায়। তিনি বলেন প্রধানমন্ত্রী সবসময় অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেন। মানুষের কাছে দ্রুততার সঙ্গে সমস্ত সুযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সর্বোপরি এক অফিসের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিত সিংহ রায়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.