দৈনিক সংবাদ অনলাইন।। তথাকথিত উন্নয়নের ঢাক পিটিয়ে বাম আমলে করবুক মহকুমার চেলাগাঙ একছড়ি এলাকায় গোমতী নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতুর দুই ধারে এপ্রোচ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হওয়ায় বামফ্রন্ট সরকার সেতুটির উদ্বোধন করে যেতে পারে নি। তবে আশ্চর্যের বিষয় হল রাজ্যের নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় সাড়ে চার বছর অতিক্রান্ত হতে চললেও ওই সেতুটির দুধারে এপ্রোচ রাস্তা নির্মান করে সেতুটি জনগণের ব্যবহারযোগ্য করে তুলতে পারেনি বর্তমান বিজেপি ও আইপিএফটি জোট সরকার।
গোমতী জেলার করবুক মহকুমার চেলাগাঙ এডিসি ভিলেজের একছড়ি এলাকায় গোমতী নদীর উপর একটি নড়বড়ে স্টিল ব্রীজ আছে। কিন্তু চেলাগাঙ থেকে যতনবাড়ী যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় সেতুটির উপর যানবাহনের চাপ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে দেখে তৎকালীন বামফ্রন্ট সরকার ষ্টিল ব্রীজের পাশেই একটি পাকা সেতু নির্মাণের কাজ শুরু করে। রাজ্য সরকারের পূর্ত দপ্তর নির্দিষ্ট সময়ে সেতু নির্মাণের কাজ সম্পন্ন করলেও এপ্রোচ রাস্তা নির্মান করতে গিয়ে বিবাদ দেখা দেয়। সেতুর দুই ধারে যে সমস্ত কৃষকের কৃষি জমি রয়েছে তারা এপ্রোচ রাস্তার জন্য তাদের দুফসলি কৃষি জমি ছাড়তে নারাজ। প্রশাসন তাদের জমির জন্য যে মূল্য ধার্য করেছে, তাতে তারা সন্তোষ প্রকাশ করে নি। এই সমস্যার সমাধান করার জন্য প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও জমির মালিকদের নিয়ে বেশ কয়েকবার সভা করা হয়। একটা সময় জমির মালিকরা জমির পরিবর্তে জমির দাবি জানায়। করবুকের পূর্বতন মহকুমা শাসক এল. ডার্লং এর তত্ত্বাবধানে সমস্যাটি অনেকটা সমাধানের পথে চলে আসলেও মহকুমা শাসকের বদলি হওয়ার পর পুনরায় বিবাদ দেখা দেয়। মাস কয়েক পূর্বে ঠিকেদার এপ্রোচ রাস্তা নির্মানের কাজ শুরু করলে এলাকার কৃষকরা এপ্রোচ রাস্তার দু’ধারে গার্ড ওয়াল নির্মাণের দাবি জানান। কৃষকদের বক্তব্য এপ্রোচ রাস্তার মাটি গড়িয়ে পড়ে যাতে তাদের কৃষি জমির ক্ষতি না হয় এর জন্য তারা গার্ড ওয়াল নির্মাণের দাবি করেছে। কিন্তু ঠিকেদার গার্ড ওয়াল নির্মাণ করতে পারবে না বলে কাজ বন্ধ করে দিয়েছে।
এদিকে, প্রতিনিয়ত যানবাহনের চাপে ষ্টীল ব্রীজটি বিপদজনক হয়ে যাচ্ছে। অতি শীঘ্রই যদি পাকা সেতু টি চালু না করা হয় তাহলে হঠাৎ করে যেকোন দিন যতনবাড়ীর সাথে চেলাগাঙ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। চেলাগাঙ বাসীরা প্রশাসন তথা রাজ্যের বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যে সরকারের নেতা মন্ত্রীরা রাজ্যে উন্নয়ন কর্মযজ্ঞের গল্প শুনিয়ে মাঠঘাট গরম করে তুলছেন, তারা নাকি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিগত সাড়ে চার বছর যাবত এপ্রোচ রাস্তা নির্মানের সমস্যা সমাধান করতে পারছেন না?
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…