মান্দাই- খুমুলুঙে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, গুলীতে আহত নেতা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- নিগোবাণিজ্যকে ঘিরে মান্দাই ও খুমুলুঙে গুলীকাণ্ডের পর এবার এক বিজেপি নেতাকে গুলী করে আহত করে দুষ্কৃতীরা। আহতের নাম হৈতরাই দেববর্মা। তার বাড়ি রাধাপুর থানাধীন মহিঠাকুর পাড়ায়। অভিযোগ, গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ পাঁচ ছয়জনের দুষ্কৃতী দল হৈতরাই দেববর্মার বাড়িতে তাণ্ডব চালায়। দুষ্কৃতীদের ভয়ে তিনি ঘর ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে গুলী করে। হৈতরাই দেববর্মার আঙুলে গুলী লাগে। বর্তমানে চিকিৎসাধীন তিনি। খবর পেয়ে রাতে পুলিশ ছুটে গেলেও পালিয়ে যায় আক্রমণকারীরা। এ ব্যাপারে পাঁচ-ছয় জনের নামধাম জানিয়ে থানায় মামলা করেন আহত। ঠিকাদারি নিগোসিয়েশন বাণিজ্যকে ঘিরে গত বুধবার সন্ধ্যায় বিজেপির এক নেতাকে লক্ষ্য করে তার বাড়িতে গুলী চালালো দুষ্কৃতীরা। ওই রাতে বিজেপির দলীয় অফিস ভাঙচুর ও গুলী চালানোরও অভিযোগ উঠেছে। ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একজনকে গুলী করে আহত করার ঘটনায় খুমুলুঙ এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরপর মান্দাই ও খুমুলুঙ এলাকায় গুলী চালানোর ঘটনায় অবশেষে রাস্তায় নামল মানুষ। শুক্রবার এলাকায় শান্তি বিনষ্টকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানুষ রাধাপুর থানার ওসির হাতে ডেপুটেশন দিল। গত বুধবার মান্দাই ও খুমুলুঙে গুলী চালানোর পর ফের গতরাতে এক বিজেপি নেতাকে গুলী করে আহত করার ঘটনায় বিষিয়ে উঠেছে এলাকার পরিবেশ। মান্দাই ও রাধাপুর থানায় পৃথকভাবে এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে।
এ ব্যাপারে বিজেপি নেতা রামানন্দ দেববর্মার বাড়িতে তাকে লক্ষ্য গুলী চালানোর ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। অভিযুক্তরা হল ফেন্সিস দেববর্মণ (২১) বাড়ি উদয় কোবরা পাড়া ও বিশ্বনাথ দেববর্মা (২০) বাড়ি বুরাখা চৌমুহনী। অভিযুক্তদের শুক্রবার পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে বলে খবর। অন্যদিকে খুমুলুঙ বিজেপির দলীয় অফিস ভাঙচুর, গুলী চালানো এবং গতরাতে বিজেপি কর্মীকে গুলী করে আহত করার ঘটনায় অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের সন্ধানে গত রাত ভর তল্লাশি চালিয়েছে বলে খবর। তবে যাদের বিরুদ্ধে রাধাপুর থানায় মামলা হয়েছে তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি পুলিশের। একের পর এক গুলীকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথা থেকে খুমুলুঙ এলাকায় পিস্তল আসছে এ নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নিগোবাণিজ্যকে ঘিরে মান্দাই ও রাধাপুর থানা এলাকায় গুলীকাণ্ডের একের পর এক ঘটনায় বেআইনিভাবে এক দুষ্কৃতী অস্ত্র আমদানি করারও অভিযোগ উঠেছে। কে সরবরাহ করছে একের পর এক পিস্তল, কোথা থেকে আসছে তা এখন প্রশ্নের। মানুষ এলাকায় শান্তি বিনষ্টকারী নিগোমাফিয়াদের গ্রেপ্তার করার দাবি তুলছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

12 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

15 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

16 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

17 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

17 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

18 hours ago