মান্ধানার ব্যাটে ঝড়, সেমিফাইনালে ভারত!
আইসিসির টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত। আজ রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত পাঁচ রানে (ডিএল পদ্ধতি) আয়ারল্যাণ্ডকে পরাজিত করে। ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ছয় উইকেটে ১৫৫ রান করে। জবাবে আয়ারল্যাণ্ড ৮.২ ভারে দুই উইকেটে ৫৪ রান তোলার পর বৃষ্টি শুরু হয় এবং খেলা বন্ধ করে দেওয়া হয়। পরে ওই অবস্থায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। সে সময় ম্যাচ জেতার জন্য আয়ারল্যাণ্ডের দরকার ছিল ৫৯ রানের (ডিএল পদ্ধতি)। কিন্তু তাদের রান ছিল ৫৪। ফলে ভারত পাঁচ রানে ম্যাচ জিতে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যায়। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নামে। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা দলের ইনিংস শুরু করে। তবে শেফালি (২৪) ফিরে যাওয়ার পর হরমনপ্রীত (১৩), রিচা ঘোষ (০) পরপর বিদায় নেয়। জেসিমা ১৯ রান করে। তবে আজ একা দলকে টেনে নিয়ে যায় স্মৃতি মান্ধানা। ৫৬ বলে ৮৭ রান করে যায় স্মৃতি। ইনিংসে ছিল নয়টি চার, তিনটি ছয়। ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ছ উইকেটে ১৫৫ রান করে। জবাব দিতে নেমে আয়ারল্যাণ্ড প্রথম ওভারেই পরপর দুই উইকেট হারায়। এক রানে দুই উইকেট। তবে তৃতীয় উইকেটে লিউস এবং ডেলনি দলের হাল ধরে। ৮.২ ওভারে তখন দুই উইকেটে ৫৪। নামে বৃষ্টি। খেলা বন্ধ। তারপর আর খেলা শুরু করা যায়নি। ভারত ডিএল পদ্ধতিতে পাঁচ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ।