মারতে হবে কষিয়ে থাপ্পড়, অভিনব খেলায় মেতেছে পাকিস্তান।

এই খবর শেয়ার করুন (Share this news)

পাড়ার দুটি মানুষের মধ্যে ঝগড়া হাতাহাতিতে পৌঁছলে একে-অপরকে প্রথমেই থাপ্পড় মারতে উদ্যত হয়। এটাই আবহমান কালের নিয়ম। মানুষের ঝগড়ায় ‘থাপ্পড়’ অতি পরিচিত শব্দবন্ধ হলেও এমন কোনও স্বীকৃতি খেলা নেই যেখানে প্রতিপক্ষকে কষিয়ে থাপ্পড় মারার সংখ্যার উপর নির্ভর করবে জয়-পরাজয়। স্বীকৃতি চুলোয় যাক, পাকিস্তানে এমনই এক ধরনের খেলা ইদানীং জয়প্রিয় হয়ে উঠছে।তবে বক্সিং বা কুস্তির মতো ছোট বৃত্তের মধ্যে এই খেলা প্রতিযোগীরা খেলছেন না, বরং খেলছেন কাবাডির কোর্টে। বলা হচ্ছে, এটিও এক ধরনের কাবাডি। সম্প্রতি পাকিস্তানের মাটিতে দশাসই চেহারার দুটি পুরুষের মধ্যে কষিয়ে থাপ্পড় মারার একটি খেলা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খেলার ধরন দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। এমনিতে কাবাডি ভারতীয় উপমহাদেশে অতি জনপ্রিয় একটি খেলা। ভারত ও পাকিস্তান দুই দেশই কাবাডি খেলার বিশ্বস্তরে ঘোরাফেরা করে। অদ্ভুত এই খেলাটির নাম ‘থাপ্পড় কাবাডি’। বিবিসির প্রতিবেদন বলছে, দুই প্রতিযোগীর মধ্যে নিরবচ্ছিন্ন চড়-থাপ্পড়ই এই খেলার বিবেচ্য। থাপ্পড়ের বদলে ভুল করে ঘুষি মেরে দিলেই ওই খেলোয়াড়কে তৎক্ষণাৎ খেলা থেকে বাদ দিয়ে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়।খেলা হয় দুই আদুড় গায়ের প্রতিযোগীর মধ্যে। অন্যের সীমানায় ঢুকে একে-অপরকে লাফিয়ে লাফিয়ে সপাটে থাপ্পড় কষান। বিবিসি এই উল্লেখ করেছে। প্রচলিত কাবাডি খেলায় একটি দলে সাত জন সদস্য থাকেন। কিন্তু এই খেলা হয় মূলত দুই কুস্তিগিরের মধ্যে। পাকিস্তানে থাপ্পড় কাবাডির অন্যতম খেলোয়াড় হাজি তাসাউরের একটি সাক্ষাৎকারও প্রকাশ করেছে বিবিসি।তাসাউর জানিয়েছেন, স্ল্যাপ কবাডিতে দুই কুস্তিগিরকে একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামতে হয়। খেলা চলাকালীন এক প্রতিপক্ষকে অপর প্রতিপক্ষের বুকে, গালে চড় কষাতে হয়। চড় কষালেই পয়েন্ট পাওয়া যায়। যত চড়, ততই বাড়তে থাকে পয়েন্ট। যত ক্ষণ না এক জন হাল ছেড়ে দেন তত ক্ষণ খেলা চলতে থাকে।প্রশ্ন হল, একজন তার প্রতিপক্ষকে কত বার চড় মারতে পারেন? তাসাউর জানিয়েছেন, এক জন চাইলে প্রতিপক্ষকে যত খুশি চড় মারতে পারেন। কোনও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া নেই। তাসাউর জানিয়েছেন, পাকিস্তানের কয়েকটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তথাকথিত কবাডির তুলনায় এই থাপ্পড কাবাডি বেশি জনপ্রিয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

13 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

35 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

1 hour ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago