পাড়ার দুটি মানুষের মধ্যে ঝগড়া হাতাহাতিতে পৌঁছলে একে-অপরকে প্রথমেই থাপ্পড় মারতে উদ্যত হয়। এটাই আবহমান কালের নিয়ম। মানুষের ঝগড়ায় ‘থাপ্পড়’ অতি পরিচিত শব্দবন্ধ হলেও এমন কোনও স্বীকৃতি খেলা নেই যেখানে প্রতিপক্ষকে কষিয়ে থাপ্পড় মারার সংখ্যার উপর নির্ভর করবে জয়-পরাজয়। স্বীকৃতি চুলোয় যাক, পাকিস্তানে এমনই এক ধরনের খেলা ইদানীং জয়প্রিয় হয়ে উঠছে।তবে বক্সিং বা কুস্তির মতো ছোট বৃত্তের মধ্যে এই খেলা প্রতিযোগীরা খেলছেন না, বরং খেলছেন কাবাডির কোর্টে। বলা হচ্ছে, এটিও এক ধরনের কাবাডি। সম্প্রতি পাকিস্তানের মাটিতে দশাসই চেহারার দুটি পুরুষের মধ্যে কষিয়ে থাপ্পড় মারার একটি খেলা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খেলার ধরন দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। এমনিতে কাবাডি ভারতীয় উপমহাদেশে অতি জনপ্রিয় একটি খেলা। ভারত ও পাকিস্তান দুই দেশই কাবাডি খেলার বিশ্বস্তরে ঘোরাফেরা করে। অদ্ভুত এই খেলাটির নাম ‘থাপ্পড় কাবাডি’। বিবিসির প্রতিবেদন বলছে, দুই প্রতিযোগীর মধ্যে নিরবচ্ছিন্ন চড়-থাপ্পড়ই এই খেলার বিবেচ্য। থাপ্পড়ের বদলে ভুল করে ঘুষি মেরে দিলেই ওই খেলোয়াড়কে তৎক্ষণাৎ খেলা থেকে বাদ দিয়ে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়।খেলা হয় দুই আদুড় গায়ের প্রতিযোগীর মধ্যে। অন্যের সীমানায় ঢুকে একে-অপরকে লাফিয়ে লাফিয়ে সপাটে থাপ্পড় কষান। বিবিসি এই উল্লেখ করেছে। প্রচলিত কাবাডি খেলায় একটি দলে সাত জন সদস্য থাকেন। কিন্তু এই খেলা হয় মূলত দুই কুস্তিগিরের মধ্যে। পাকিস্তানে থাপ্পড় কাবাডির অন্যতম খেলোয়াড় হাজি তাসাউরের একটি সাক্ষাৎকারও প্রকাশ করেছে বিবিসি।তাসাউর জানিয়েছেন, স্ল্যাপ কবাডিতে দুই কুস্তিগিরকে একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামতে হয়। খেলা চলাকালীন এক প্রতিপক্ষকে অপর প্রতিপক্ষের বুকে, গালে চড় কষাতে হয়। চড় কষালেই পয়েন্ট পাওয়া যায়। যত চড়, ততই বাড়তে থাকে পয়েন্ট। যত ক্ষণ না এক জন হাল ছেড়ে দেন তত ক্ষণ খেলা চলতে থাকে।প্রশ্ন হল, একজন তার প্রতিপক্ষকে কত বার চড় মারতে পারেন? তাসাউর জানিয়েছেন, এক জন চাইলে প্রতিপক্ষকে যত খুশি চড় মারতে পারেন। কোনও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া নেই। তাসাউর জানিয়েছেন, পাকিস্তানের কয়েকটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তথাকথিত কবাডির তুলনায় এই থাপ্পড কাবাডি বেশি জনপ্রিয়।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…