মারাত্মক ঘটনা!!এ কোন সমাজ???
অনলাইন প্রতিনিধি :-ধর্মনগর থানা ঢিল ছোঁড়া দূরত্ব থেকে এক যুবককে জোর পূর্বক তুলে নিয়ে খুঁটিতে বেধে প্রচণ্ড মারধর এবং ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে তাতে লবণ ও মরিচের গুড়া লাগিয়ে দিলো তিন যুবক। ঘটনা বৃহস্পতিবার সকালে ধর্মনগর বিবিআই মাঠ সংলগ্ন অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের পেছনে। আহত যুবকের নাম সাগর শুক্লবৈদ্য (১৮) পিতা মৃত মিন্টু শুক্লবৈদ্য বাড়ি ধর্মনগর নয়াপাড়া এলাকায়।পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ওই স্থানে উপস্থিত হয়ে আহত যুবককে সেখান থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই যুবকের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। এই ঘটনায় আহত যুবক থেকে জানা গেছে, কিছুদিন আগে মেয়ে সংক্রান্ত বিষয়ে জেল রোড এলাকায় রতন নামে এক যুবককের সাথে তাঁর ঝামেলা হয়েছে। তারই জেরে আজকের ঘটনা। অভিযুক্তদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ।।