মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস

 মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস
এই খবর শেয়ার করুন (Share this news)

মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে । প্রায় ত্রিশ বছরের মধ্যে তাৎপর্যপূর্ণ আইন বলে মনে করা হচ্ছে এটিকে । কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে পনেরো জন রিপাবলিকান সদস্য যোগ দিয়েছেন । ফলে আইনটি ৬৫ ভোটের মধ্যে ৩৩ ভোটে পাস হয়েছে । গত মাসে নিউইয়র্কের বাফেলো এবং টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে নির্বিচারে গুলী চালনার ঘটনায় মোট ৩১ জন নিহত হওয়ার পর আইনটি পাস হলো । বিলটি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হতে হবে । তারপর সেটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন রাষ্ট্রপতি জোয়ে বাইডেনের কাছে পাঠানো হবে ।

এদিকে , মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এক মামলায় আগ্নেয়াস্ত্র বহনের অধিকারের পক্ষে রায় দিয়েছে । সর্বোচ্চ আদালত বন্দুক বহনের অধিকারকে সীমিত করা নিউইয়র্ক রাজ্যের একটি আইন নাকচ করে দিয়েছে । মার্কিন সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্তকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে বন্দুক বিষয়ে সর্বোচ্চ আদালতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রায় হিসেবে দেখা হচ্ছে । আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে চলমান তীব্র জাতীয় বিতর্কের মদ্যে এই রায় বন্দুক বহনের অধিকারকে প্রসারিত করল । সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত আরও বেশি লোককে বৈধভাবে বন্দুক বহনের অনুমতি দেবে বলে মনে করা হচ্ছে । তাছাড়া এটি ক্যালিফোর্নিয়া এবং নিউ জার্সির মতো রাজ্যগুলোতে বন্দুক বহনের অধিকারকে সীমিত করা সংক্রান্ত আইনগুলোকে বিপন্ন করবে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.