মার্চেন্ট ট্রফিতে মিজোরামের বিরুদ্ধে রাজ্যদল!!
অনলাইন প্রতিনিধি :-বিজয় মার্চেন্ট ট্রফির দ্বিতীয় ম্যাচে এসে ইনিংসের লিড পেলো রাজদীপ দেবনাথরা। বিহারের বিরুদ্ধে লিড হাতছাড়া হওয়ায় কোচ সহ গোটা দলেরই মন খারাপ ছিল।ভেতরে ভেতরে প্রতিজ্ঞাও ছিল।
মিজোরাম ম্যাচেই কাঙিক্ষত লিড তুলতে হবে।শুক্রবার নিজেদের স্কোরের (প্রথম ইনিংস) ৪৬ রান আগে মিজোরামকে থামিয়ে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১৫৪ রান তুলে আপাতত ২০০ রানে এগিয়ে থাকছে।হাতে আরও আট খানা উইকেট অক্ষত।লক্ষ্য এখন একটাই – তিন নয়, এবার ছয় পয়েন্ট ছিনিয়ে আনতে হবে।কটকে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা দল দিনের শেষে ১৫৪/২।ক্রিজে অপরাজিত রয়েছে ওপেনার মৈনাক সাহা ৪১ (৩৯) ও সন্দীপন দাস (৯)।অধিনায়ক রাজদীপ দেবনাথ ৯৪ বলে ৬৯ রান করে দিনের একেবারে শেষদিকে আউট হয়ে যায়। রাজদীপের আউট দলের জন্য ক্ষতিরই।
কারণ মৈনাক-রাজদীপ ওপেনিং জুটি ভালোই খেলেছিল।পরে রাজদীপ ও সিদ্ধার্থ দেবনাথ দলকে ভালোই টেনে নিয়ে যাচ্ছিল। রাজদীপ ক্রিজে থাকলে আগামীকাল দলের শুরুটা ভালো হতো।তবে ত্রিপুরার লক্ষ্য মিজোরামের সামনে কমে ২৫০-২৭৫ রানের লিড নিয়ে ইনিংস ছাড়া।এর আগে আজ সকালে মিজোরাম তাদের অসমাপ্ত প্রথম ইনিংসে ২০/১ নিয়ে খেলা শুরু করে।জুয়েল-দুষ্কা জুটিকে এদিন শুরুতেই ভেঙে দেয় পৃথ্বীরাজ। দুষ্কা (১০), এরিক (০) শুভদীপের পরপর শিকার। লাওমা (০) শুভদীপের শিকার। একটা সময় মিজোরামের স্কোর ছিল ২৭/৫। এই জায়গা থেকে হেনরি জোহান (৩৯), হেননি মিলে স্কোর ৬৩/৬ টেনে তোলে।
জোহান পায় ৬৩ বলে ৩৯ (৯×৪) তো ঝড়ো ব্যাট করে কিসান সরকারের শিকার হয়। এদিকে, বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা (২৬/৭) সেই অফ স্পিনার চুনকিমা দলীয় ব্যাটিং পতনে রুখে দাঁড়ায়। ৮৫ বলে ৫১ (১০×৪) রান করে চুনকিমার হাফ সেঞ্চুরির পরও মিজোরামকে ১৪ রানে আটকে দেয় শুভদীপ পাল (১৯-৯-৩২-৪), কিসান সরকার (১৩-৩-৪১-৩)।
সুবাদে ৪৬ রানের লিড পায় ত্রিপুরা। পরে মৈনাক সাহা ও রাজদীপ দেবনাথরা ওপেনিং জুটিতে ২৬ ওভারে ৯৮ রান করে।
মৈনাক ৪১ (৯০) (৫×৪) আউট হলে অধিনায়ক রাজদীপ দেবনাথ (৬৯) ফিরে আসে। দিনের শেষে সিদ্ধার্থ দেবনাথ (২২) – সন্দীপ দাস (৯) জুটিতে স্কোর ১৫৪/২ পৌঁছে। আগামীকাল খেলার তৃতীয় তথা শেষদিন।