মালগাড়ি থেকে বিচ্ছিন্ন বগি!
অনলাইন প্রতিনিধি :-মুর্শিদাবাদের ফরাক্কায় মালগাড়ি চলতে চলতেই আচমকা ওই মালগাড়িটি বিচ্ছিন্ন হয়ে গেল। কয়েকটি কামরা-সহ মালগাড়ির ইঞ্জিন ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে স্বস্তির নিশ্বাস কোনও কামরা লাইনচ্যুত হয়নি। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা থানার খোদাবন্দপুর এলাকায় ঘটে দূর্ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের অভিমত মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। রবিবাসরীয় সাতসকালেই বড়সড় রেল দুর্ঘটনা ঘটতে চলেছিল! তবে শেষমেশ অল্পেতে রক্ষা।