মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে কামড়ার ছাদে উঠল ইঞ্জিন!!
অনলাইন প্রতিনিধি :-পঞ্জাবের শিরহিন্দে মাধোপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা। দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল লাইনচ্যুত হয়ে উল্টে যায় দুটি মালগাড়িই। দুমড়ে-মুচড়ে যায় একের পর এক বগি। ইঞ্জিন উঠে যায় বিপরীত দিক থেকে আসা মালগাড়ির কামড়ার উপর।কামরার চাকা ভেঙে আলাদা হয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে দুই মালগাড়ির লোকো পাইলট। অনুমান ভুল সিগন্যালের দরুণ এতো বড়ো দুর্ঘটনা ঘটেছে।