মালদহে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা!!

 মালদহে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সকালে মালদহে লাইনচ্যুত হয় তেলবাহী একটি মালগাড়ি। হরিশ্চন্দ্রপুর- ২ ব্লকের এনজেপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়ির পাঁচটি বগি।
এর ফলে ব্যাহত উত্তরবঙ্গের ট্রেনচলাচল।
একেরপর এক রেল দুর্ঘটনার খবর এসেই চলেছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই মালদহের হবিবপুরের বিডিও অংশুমান দত্ত দুর্ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একইসাথে কাটিহার ডিভিশনের রেল অধিকারিকেরাও স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যুদ্ধ গতিতে লাইন থেকে মালগাড়ির বগি সরানোর কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার পর বিপজ্জনক ভাবে হেলে আছে বগিগুলি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.