মাল্টিলেবেল কার পার্কিং প্লেস জমি অধিগ্রহণ চূড়ান্ত পর্যায়ে

এই খবর শেয়ার করুন (Share this news)

আগরতলা এমবিবি বিমানবন্দরে মাল্টিলেবেল (আণ্ডারগ্রাউণ্ড) কার পার্কিং নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণের কাজ দ্রুততার সঙ্গে করছে রাজ্য সরকার।বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের পূর্ব দিকে যেখানে বর্তমানে কার পার্কিং প্লেস রয়েছে সেই জায়গা সহ আশপাশ অঞ্চলে মাল্টিলেবেল কার পার্কিং প্লেস নির্মাণের জন্য রাজ্য সরকার জায়গা অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। দুই একর থেকে সামান্য বেশি জায়গা অধিগ্রহণ করা হচ্ছে। জায়গা অধিগ্রহণ করে রাজ্য সরকার সেই জায়গা এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার আগরতলা এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। তারপর মাল্টিলেবেল কার পার্কিং প্লেস নির্মাণ করবে এয়ারা পোর্ট অথরিটি। রাজ্য সরকারের তরফে পশ্চিম জেলার জেলাশাসক অফিস থেকে জায়গা অধিগ্রহণ করার জন্য দৌড়ঝাঁপ করছে। জায়গা চিহ্নিতকরণ করে অধিগ্রহণের জন্য জায়গার মালিকদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এখন সেই জায়গার মালিকদের সরকারের হিসাব অনুযায়ী নির্ধারিত মূল্য চূড়ান্ত করার জন্য কাজ চলছে। বিমানবন্দরের জন্য এখন আবার দুই একরের কিছু বেশি জায়গা নেওয়ায় তাতে অনেক মানুষের ঘরবাড়িও পড়েছে। রাজ্য সরকারের পরিবহণ দপ্তর থেকে জায়গার মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইতিমধ্যে পশ্চিম জেলার
জেলাশাসকের সংশ্লিষ্ট বিভাগে আড়াই কোটি টাকার মতো দেওয়া হয়েছে। এখন জায়গার মালিকদের সঙ্গে অধিগৃহীত জায়গার মূল্য চূড়ান্ত করার কাজ চলছে। ক্ষতিপূরণ বাবদ মোট কত টাকা দিতে – হবে, মূল্য চূড়ান্তের কাজ শেষ হলেই জানা যাবে।মূল্য চূড়ান্ত হয়ে গেলে ক্ষতিপূরণ বাবদ আরও টাকার প্রয়োজন পড়লে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর সেই টাকা দেবে। জেলাশাসকের ল্যাণ্ড অ্যাকুইজিশন বিভাগ জায়গা অধিগ্রহণ করে পরিবহণ দপ্তরের হাতে তুলে দেবে। পরিবহণ দপ্তর এয়ারপোর্ট অথরিটির হাতে সেই জায়গা তুলে দেবে। পরিবহণ ও জেলাশাসক অফিস সূত্রে জানা গেছে, আগামী এক দেড় মাসের মধ্যেই জায়গা অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রসঙ্গত, বিমানবন্দরে মাল্টিলেবেল (আণ্ডারগ্রাউণ্ড) কার পার্কিং প্লেস নির্মাণ করার জন্য আগরতলা এমবিবি বিমানবন্দর অথরিটি রাজ্য সরকারের কাছে দুই একরের সামান্য বেশি জায়গা অধিগ্রহণ করে দেওয়ার জন্য বহুদিন আগেই আবেদন করেছিল।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

19 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

20 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

21 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

21 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

21 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

22 hours ago