আগরতলা এমবিবি বিমানবন্দরে মাল্টিলেবেল (আণ্ডারগ্রাউণ্ড) কার পার্কিং নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণের কাজ দ্রুততার সঙ্গে করছে রাজ্য সরকার।বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের পূর্ব দিকে যেখানে বর্তমানে কার পার্কিং প্লেস রয়েছে সেই জায়গা সহ আশপাশ অঞ্চলে মাল্টিলেবেল কার পার্কিং প্লেস নির্মাণের জন্য রাজ্য সরকার জায়গা অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। দুই একর থেকে সামান্য বেশি জায়গা অধিগ্রহণ করা হচ্ছে। জায়গা অধিগ্রহণ করে রাজ্য সরকার সেই জায়গা এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার আগরতলা এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। তারপর মাল্টিলেবেল কার পার্কিং প্লেস নির্মাণ করবে এয়ারা পোর্ট অথরিটি। রাজ্য সরকারের তরফে পশ্চিম জেলার জেলাশাসক অফিস থেকে জায়গা অধিগ্রহণ করার জন্য দৌড়ঝাঁপ করছে। জায়গা চিহ্নিতকরণ করে অধিগ্রহণের জন্য জায়গার মালিকদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এখন সেই জায়গার মালিকদের সরকারের হিসাব অনুযায়ী নির্ধারিত মূল্য চূড়ান্ত করার জন্য কাজ চলছে। বিমানবন্দরের জন্য এখন আবার দুই একরের কিছু বেশি জায়গা নেওয়ায় তাতে অনেক মানুষের ঘরবাড়িও পড়েছে। রাজ্য সরকারের পরিবহণ দপ্তর থেকে জায়গার মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইতিমধ্যে পশ্চিম জেলার
জেলাশাসকের সংশ্লিষ্ট বিভাগে আড়াই কোটি টাকার মতো দেওয়া হয়েছে। এখন জায়গার মালিকদের সঙ্গে অধিগৃহীত জায়গার মূল্য চূড়ান্ত করার কাজ চলছে। ক্ষতিপূরণ বাবদ মোট কত টাকা দিতে – হবে, মূল্য চূড়ান্তের কাজ শেষ হলেই জানা যাবে।মূল্য চূড়ান্ত হয়ে গেলে ক্ষতিপূরণ বাবদ আরও টাকার প্রয়োজন পড়লে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর সেই টাকা দেবে। জেলাশাসকের ল্যাণ্ড অ্যাকুইজিশন বিভাগ জায়গা অধিগ্রহণ করে পরিবহণ দপ্তরের হাতে তুলে দেবে। পরিবহণ দপ্তর এয়ারপোর্ট অথরিটির হাতে সেই জায়গা তুলে দেবে। পরিবহণ ও জেলাশাসক অফিস সূত্রে জানা গেছে, আগামী এক দেড় মাসের মধ্যেই জায়গা অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রসঙ্গত, বিমানবন্দরে মাল্টিলেবেল (আণ্ডারগ্রাউণ্ড) কার পার্কিং প্লেস নির্মাণ করার জন্য আগরতলা এমবিবি বিমানবন্দর অথরিটি রাজ্য সরকারের কাছে দুই একরের সামান্য বেশি জায়গা অধিগ্রহণ করে দেওয়ার জন্য বহুদিন আগেই আবেদন করেছিল।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…