মালয়েশিয়ায় বাতিল হল মৃত্যুদন্ড
গুরুতর অপরাধের শাস্তি হিসাবে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিয়েছে মালয়েশিয়ার পার্লামেন্ট। এর ফলে মৃত্যুর সাজা থেকে রেহাই পেতে চলেছেন ১ হাজার ৩০০ ‘র বেশি কয়েদি।দেশটিতে ২০১৮ সাল থেকেই অবশ্য মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ রয়েছে। মালয়েশিয় পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে দেশটিতে হত্যা, সন্ত্রাসসহ গুরুতর ১১টি অপরাধে বাধ্যতামূলক শাস্তি হিসাবে আর কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষমতা রাখা হয়েছে বিচারকদের কাছে। আইনপ্রণেতারা জানিয়েছেন, সবচেয়ে গুরুতর অপরাধের জন্য মালয়েশিয় আদালত এখন ৪০ বছর বর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড বা বেত মারার মতো শারীরিক শাস্তির পক্ষে থাকবে। সোমবার পার্লামেন্টে বক্তৃতায় মালয়েশিয়ার উপ- আইনমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
অপরাধের প্রতিবন্ধক হিসাবে কাজ করেনি। মন্ত্রী রামকরপাল সিং বলেন,মৃত্যুদণ্ড যে ফলাফল আনার কথা ছিল, তা আনেনি। মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তটি কার্যকরে এখন মালয়েশিয় পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন পেতে হবে। তবে সেখানেও এটি ব্যাপক ভোটে পাস হবে বলে আশা করা হচ্ছে। নতুন আইন পাস হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ৯০ দিনের মধ্যে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। দেশটিতে বর্তমানে এ ধরনের ১ হাজার ৩৪১ জন কয়েদি রয়েছেন। জানিয়েছে মালয়েশিয়ার পার্লামেন্টে উপস্থিত উপ- আইনমন্ত্রী রামকরপাত্র সিং ।