মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ আটক ৪৯!!

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আটক করল দেশটির ইমিগ্রেশন পুলিশ। ১৬ এপ্রিল শুক্রবার দেশটির নিলাই এলাকার দেশা পালমার আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরির বক্তব্য, এই অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র যাচাই করা হয়। তার মধ্যে ৪৯ জনের বৈধ কাগজ না থাকায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ছয়জন, বাংলাদেশের সাতজন, মিয়ানমারের ১৪ জন, নেপালের চারজন, ভারতের ৯ জন, পাকিস্তানের পাঁচজন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের দুজন করে নাগরিক রয়েছে।
,