প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
মায়ানমারে একের পর এক এয়ারস্ট্রাইক!!

অনলাইন প্রতিনিধি :-ভূমিকম্পের ভয়াবহ ক্ষত এখনও চাপা পড়েনি। তারই মধ্যে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মায়ানমারের জুন্টা সরকার। রাষ্ট্রসংঘ এই হামলাকে ‘জঘন্য এবং অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস মায়ানমারের জুন্টা সরকারকে এই মুহুর্তেই সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে বলেছেন। ভূমিকম্প আঘাত হানার তিন ঘণ্টার কম সময়ের মধ্যে শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে উত্তরের রাজ্য শানের নাউংচোতে বিমান হামলা চালায় জুন্টা বাহিনী। এই হামলায় সাতজন নিহত হয়েছেন।