ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
মায়ের গমন ঘিরে জোর প্রস্তুতি!!

অনলাইন প্রতিনিধি :-আগামীকাল ২৬ অক্টোবর আগরতলা পুর নিগম এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে অনুষ্টিত হবে মায়ের গমন তথা কার্নিভাল।

এই অনুষ্ঠান কে কেন্দ্র করে মূল মঞ্চ নির্মাণ করা হচ্ছে আগরতলা সিটি সেন্টারের সামনে। রীতিমত যুদ্ধ কালীন তৎপরতায় মঞ্চ নির্মাণের কাজ চলছে। সাজিয়ে তোলা হবে গেটা এলাকা। প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার।