মা, বোন সহ ৪ জনকে খুন করল নাবালক!!

এই খবর শেয়ার করুন (Share this news)

নাবালক ছেলে মর্মান্তিকভাবে খুন করেছে চারজনকে। ঘটনা ঘটেছে কমলপুর থানার অন্তর্গত দুরাই শিববাড়ি পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত নবম শ্রেণীর ছাত্র । ঘটনা ঘটেছে পাঁচ নভেম্বর বিকাল তিনটার পর বাস চালক হারাধন দেবনাথের বাড়িতে। নিহতরা হলেন সম্ভাব্য খুনির মা শমিতা দেবনাথ (৩৫), ছোট বোন সুপর্ণা (১০), দাদু বাদল দেবনাথ (৭০) ও প্রতিবেশী রেখা দেব (৪৫)। ঘটনা সম্পর্কে গ্রামের জনৈক বাসিন্দা রবিবার সকালে এই প্রতিনিধিকে জানান, পাঁচ নভেম্বর বিকালে তিনি নিজের জমিতে কাজ করছিলেন তখন কিছু দূরে অবস্থিত হারাধন দেবনাথের বাড়ি থেকে কিছু শব্দ ভেসে আসে। একটি বাচ্চা মেয়ের কান্নাও শোনেন, গানও ভেসে আসে । কিন্তু তিনি কোনও গুরুত্ব দেননি। বাড়ি চলে যান। তবে সন্ধ্যার পর গুঞ্জন শুরু হয়। কারণ কেউ কেউ ঘরের উঠানে কেউ পড়ে আছে দেখতে পান। একজন মোবাইলে খবর দেন হারাধন দেবনাথকে। শ্রীদেবনাথ কমলপুর থানায় খবর দেন। কমলপুর থানা থেকে রাত দশটা নাগাদ পুলিশ যায়। গিয়ে স্তম্ভিত সবাই ! বাড়িতে কেউ নেই। ঘরের স্বল্প দূরে পড়ে আছে জনৈকা রেখা দেবের মৃতদেহ। ঘরে রক্তের ছাপ। একটি রক্তমাখা কুড়ুল। বাড়ির পিছনের গর্তে তিনটি মৃতদেহ। গৃহস্বামীর স্ত্রী, মেয়ে ও কাকা। গৃহস্বামীর নাবালক ছেলে ঘরে নেই। রবিবার ভোরে মৃতদেহগুলি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়। সন্দেহ করা হচ্ছে, নাবালক সন্তানই নৃশংস ঘটনা ঘটিয়ে পালিয়েছে। এসপি রমেশ যাদব জানিয়েছেন, রবিবার সকালে হালাহালী বাজার থেকে নাবালক ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার লোকজন জানান, রেখা দেব অঙ্গনওয়াড়ির কর্মী। অবিবাহিতা এই মহিলা কাজ থেকে ফেরার পর জল খাওয়ার জন্য হারাধনবাবুর বাড়িতে যান। গ্রামের কেউ কেউ নিষেধ করেছিলেন যেতে। কারণ ওই বাড়িতে কিছু অঘটন ঘটেছে বলে মনে হয়। এরপরও তিনি যান। গিয়ে খুন হন। গ্রামের একাধিক লোক জানান, হারাধনবাবুর এই নাবালক ছেলে পাবজি খেলতো। টাকা নিয়ে দরবার ছিল বাবার সাথে। সম্প্রতি বাবার চল্লিশ হাজার টাকা নষ্ট করেছিল। সে নেশাও করতো বলে কেউ কেউ জানান। নাবালকের অপর এক দাদু স্বল্প দূরে থাকেন। তিনি নিরঞ্জন দেবনাথ। তিনি জানান, বিকালে গোলমাল হচ্ছে মনে হয় তার। তিনি হারাধনের বাড়ির কাছে যান। দেখেন নাবালক ছেলেটি টেপে গান চালিয়ে নাচছে। দাদুকে সে জানায়, কোনও গোলমাল হয়নি। মা বোনকে মেরেছিল। তাই সে কান্নাকাটি করেছিল। দাদু ফিরে আসেন। এসপি রমেশ যাদব জানান, নাবালককে গ্রেপ্তার করা হয়েছে।
এই হত্যাকাণ্ড মহকুমায় আলোড়ন তুলেছে। চারটি হত্যাকাণ্ড অস্বাভাবিক ঘটনা হিসাবে চিহ্নিত হয়েছে। মহকুমায় এই ধরনের ঘটনা প্রথম বলে জানা গেছে। তাও হত্যাকাণ্ডে জড়িত বলে একটি মাত্র নাম উঠে এসেছে। গ্রেপ্তার হয়েছে পরিবারের নাবালক সদস্য। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন এক নাবালকের পক্ষে ঠাণ্ডা মাথায় এতগুলি খুন করা কি সম্ভব? কমলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুরাই শিববাড়ি পঞ্চায়েতে স্মরণাতীতকালের মধ্যে খুনের ঘটনা ঘটেনি। তাই এই চার খুনের ঘটনায় মানুষ স্তম্ভিত।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

20 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

21 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

21 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago