মা- মেয়ের দেহ উদ্ধার!!
নিখোঁজ হওয়ার দশ দিনের মাথায় মঙ্গলবার ডম্বুর জলাশয় থেকে বস্তাবন্দি মায়ের দেহ উদ্ধারের পর, বারো দিনের মাথায় উদ্ধার হল নাবালিকা মেয়ের মৃতদেহ!! ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য!! এই ঘটনায় পুলিশের ভূমিকা ঘিরে জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কেননা, ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের কোনও তৎপরতা নেই। গত ২২ অক্টোবর ওম্পি থানাধীন তিনঘরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন রইস্যাবাড়ি এলাকার জীবন কিশোর জামাতিয়ার স্ত্রী রূপেশ্বরী জমাতিয়া (৩৩) এবং একমাত্র কন্যা ঝানসিরনি জমাতিয়া(১৩)! ডম্বুর জলাশয়ের যে জায়গায় বস্তাবন্দী রুপেশ্বরীর দেহ উদ্ধার হয়েছে, তার পাশেই ডুবুরিরা মেয়ের দেহ উদ্ধার করে। মৃতদেহের গলায় মোটা কাপড় পেঁচিয়ে ভারি পাথর বেঁধে দেওয়া হয়েছিল যাতে দেহ জলে ডুবে থাকে। দেহ উদ্বারের খবর পেয়ে ধলাই জেলা পুলিশ সুপার এলাকায় ছুটে গেছেন। দুই জনকেই পরিকল্পিত ভাবে খু*ন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।