মিগজাউমের প্রভাবে দিনভর বৃষ্টিতে নাজেহাল জনজীবন!!
অনলাইন প্রতিনিধি :-সামুদ্রিক ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু প্রায় বিপর্যস্ত।এর প্রভাব পড়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গে।গত দুদিন ধরে রাজ্যেও এর প্রভাবে আকাশের মুখ ছিল ভার।বৃহস্পতিবার অবশ্য সকাল থেকে মিগজাউমের দাপটে রাজ্যেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ফলে অসময়ের এই বৃষ্টিতে রাজ্যেও জনজীবনে ছন্দপতন ঘটেছে বৃহস্পতিবার।ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল হয়ে গেছে গতকালই।এর জেরে অন্ধ্রপ্রদেশ, পার্শ্ববর্তী চেন্নাই সহ গোটা তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও গত দুদিন ধরে কোথাও ভারী, কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডুতে গত দুদিন ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে, মিগজাউমের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী সহ রাজ্যের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।রাজধানীতে কখনও এই বৃষ্টি হাল্কা, কখনও মাঝারি বর্ষণ চলে সন্ধ্যা পর্যন্ত। আবহাওয়া দপ্তর রাতে জানিয়েছে, বৃষ্টির দাপট কমতে থাকবে।আগামীকাল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।এদিকে মিগজাউমের দাপটে অসময়ে রাজধানীতে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৪.২ মিমি।গত চব্বিশ ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাত হয়েছে ১৬.৩ মিমি।এ মরশুমে –এ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৫৭.৫ মিমি।আবহাওয়া দপ্তর যদিও উত্তর ত্রিপুরার জন্য ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে এই সময়ের জন্য।