মিজোরাম বিমানবন্দরে ভেঙে পড়ল সেনা বিমান!!
অনলাইন প্রতিনিধি :-মিজোরামের লেঙ্গপোই বিমানবন্দরে ভেঙে পড়ল সেনা বিমান। ১৪ জন ছিল সেই বিমানে। যদিও ভারতীয় সেনা বিমান নয় সেটি। বিমানটি মায়ানমারের সেনা বিমান। পাইলট সহ ১৪ জন ছিল সেই বিমানে। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে মিজোরামের লেঙ্গপোই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি।সূত্রের খবর মায়ানমারের সেনা জওয়ানদের নিতে এসেছিল বিমানটি। মায়ানমারের যে সেনা অফিসাররা কয়েকদিন আগে ভারতে এসেছিলেন তাঁদের নিয়ে যেতেই এই বিমানটি পাঠানো হয়েছিল। রানওয়েতে অবতরণের ঠিক আগের মুহূর্তে প্লেনটি ভেঙে পড়ে।