মিডডে মিলের অন্তর্জলি দিয়ে স্কুলের ভেতরে চলছে শ্রাদ্ধের রান্না!!
অনলাইন প্রতিনিধি :-ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলেই মঙ্গলবার সকাল থেকে চলছিল এলাকারই এক শ্রাদ্ধ বাড়ির রান্না। শুধু তাতেই থেমে থাকেনি, আপ্যায়ন করা নিমন্ত্রিতদের খাবার জায়গাও করা হয় স্কুলের ভেতরে। দিব্ব্যি বাউন্ডারি দিয়ে ছাউনি টাঙানো হয়। সকাল থেকেই গ্যাস জ্বালিয়ে ওভেনে চলছিল ৬০০ লোকের রান্নার তোড়জোড়।একদিকে চলবে স্কুলের ক্লাস,আর অন্য দিকে চলবে রান্না। এটাই ঠিক করেছিলেন প্রধান শিক্ষক।এলাকাবাসী মারফৎ সেই খবর পৌঁছায় সংবাদ মাধ্যমের কাছে।ঘটনাস্থলে এসআই পৌছেন এবং জিজ্ঞসাবাদ করেন যার বাড়ির শ্রাদ্ধের কাজ হচ্ছিল তাদের সঙ্গে,তারা জানালেন বাবা মারা গিয়েছে। সেই কারণে শ্রাদ্ধের কাজ করার জন্য এই স্কুলটা বেছে নিয়েছিলাম। গরিব মানুষ কোথায় যাব। সেই কারণে স্যর বললেন এখানেই করে নিতে।” প্রধান শিক্ষকও স্বীকার করলেন উনি গরিব মানুষ সেই কারণে অনুমতি দিয়েছিলাম। আগামী দিনে হবে না।