সরকারীভাবে আগাম কোনও রকম খবর বা কোনও ঘোষণা ছাড়াই মিডিয়াকে কার্যত ঘুমে রেখেই পূর্বত্তোর সিনিয়র মহিলা ফুটবল আসরে খেলতে মণিপুরের ইম্ফলে টিম পাঠিয়ে দিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন । আগামী সাত – আঠাশ জুলাই মণিপুরের রাজধানী ইম্ফলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বোত্তর সিনিয়র মহিলা ফুটবল আসর । উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আজ দুপুরের বিমানে চৌদ্দ সদস্যক রাজ্যদল ইম্ফলে গেছে । ইম্ফলের একটি সরকারী স্পোর্টস কমপ্লেক্সে ত্রিপুরা দল অবস্থান করছে । তবে রাতে খবর লেখা পর্যন্ত টিএফএ র তরফে সরকারীভাবে টিম পাঠানো নিয়ে কোনও খবর বা টিম ঘোষণা দেওয়া হয়নি ।
অনেকটা চুপিসারে টিম পাঠিয়ে দিয়েছে টিএফএ । কবে টিম গঠন হলো বা ত্রিপুরা দলের হয়ে কারা খেলতে গেছে টিএফএর তরফে সরকারীভাবে কোনও খবর পাওয়া যায়নি । অস্বাভাবিক কারণেই টিএফএর নিশ্চুপতা ও চুপিসারে টিম পাঠানোর বিষয়টি নিয়ে নানাহ প্রশ্ন উঠতে শুরু করেছে । অনেকেরই বক্তব্য যে , গুয়াহাটিতে সদ্য অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরে ত্রিপুরা দলের ভরাডুবির পর যে সমালোচনার ঝড় উঠেছিল সেই ভয় এখনও তারা করে বেড়াচ্ছে টিএফএর । যার কারণে টিম পাঠানোর বিষয়ে আগাম কোনও প্রচার করতে যায়নি টিএফএ ।
যদিও টিএফএ – র একটি সূত্রে জানা গেছে যে , মোট চৌদ্দ জনের টিম ইম্ফলে গেছে । যার মধ্যে বারোজন ফুটবলার রয়েছেন । জানা গেছে , এই টুর্নামেন্টটির যে স্পন্সর রাজস্থানের সেই কোম্পানি নাকি নিজেদের প্রচারের জন্য প্রতি টিমে তাদের নিজস্ব ছয়জন করে ফুটবলারকে খেলাবে । ফলে ত্রিপুরার জার্সি গায়ে অন্য রাজ্যের ছয়জন করে খেলবে । যা এক ভাষায় নজিরবিহীন ঘটনা । মূল উদ্যোক্তা মণিপুর ফুটবল অ্যাসোসিয়েশন । এখনও টুর্নামেন্টের কোনও ক্রীড়াসূচি ঘোষণা করা হয়নি ।
হয়তো আগামীকাল টিম ম্যানেজারদের নিয়ে মিটিং করবে উদ্যোক্তারা । সেখানেই যাবতীয় বিষয় ঠিক হবে । তবে পূর্বোত্তরের আটটি রাজ্যদল এই টুর্নামেন্টে খেলবে বলে এখন পর্যন্ত খবর । রাজ্যদলঃ দিপালী সালাম ( অধিনায়িকা ) , পঞ্চমী দেবনাথ ( সহ – অধিনায়িকা ) , খাসমাইতি রিয়াং , অঞ্জনা ত্রিপুরা , সেলুনি জমাতিয়া , এলিসা জমাতিয়া , ধনিতা রিয়াং , রতিকা রিয়াং , বাসন্তী রিয়াং ও টেরেসা ডার্লং । কোচ- সুজিত ঘোষ । ম্যানেজার- সুপ্রিয়া দাস ।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…