মিড-ডে-মিলে দুর্নীতি!!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,অমরপুর।।মিড-ডে-মিল প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ডিমেও ভাগ বসাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জনৈক অতি রামভক্ত শিক্ষকের প্রচ্ছন্ন মদতে মিড-ডে-মিল প্রকল্পের ইনচার্জ ছাত্রছাত্রীদের অনিয়মিত মিড-ডে-মিল খাওয়ানো নিয়ে দুর্নীতির সাথে জড়িত। 
অমরপুর মহকুমা বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ কাউয়ামারা ঘাট স্কুলে ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে-মিল প্রকল্পে বরাদ্দ ডিমে গত একবছর ধরেই ভাগ বসিয়ে আসছেন ওই স্কুলের কতিপয় গুনধর শিক্ষক মশাইরা। অভিযোগ এমনটাই।

মহকুমার গ্রামাঞ্চলের মধ্যে গুনগত মানের পঠনপাঠন হয়ে থাকে বলে কাউয়ামারা ঘাট স্কুলের বেশ সুনাম রয়েছে। ওই স্কুলে ২২৮ জন ছাত্রছাত্রী পঠনপাঠন করে। কিন্তু শ্রেনী কক্ষের অভাবে বিগত বেশ কয়েক মাস যাবতই ওই স্কুলে সপ্তাহে তিনদিন করে পালা করে পঠন-পাঠনের কাজ চলছে । প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবারে সপ্তম এবং নবম শ্রনীর পঠন-পাঠন হয় স্কুলে। আর মঙ্গল বৃহস্পতি ও শনিবার ষষ্ঠ এবং অষ্টম শ্রেনীর পঠনপাঠন হয়ে থাকে ।

মিড-ডে-মিল প্রকল্পে প্রতি সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহে দুইদিন, মাসে আটদিন ছাত্রছাত্রীদের ডিম খাওয়ানো নির্দেশ থাকলেও, প্রতিমাসে দুই/তিন দিনের বেশি ডিম খাওয়ানো হয়না বলে অভিযোগ। ডিমের পরিবর্তে ছাত্রছাত্রীদের হাতে বিস্কুট,কেক ইত্যাদি খাবার ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ওই স্কুলে গিয়ে অভিযোগের একশ শতাংশ সত্যতা পাওয়া গেছে। নিয়ম অনুযায়ি বৃহস্পতিবার ওই স্কুলের ছাত্রছাত্রীদের ডিম ভাত খাওয়ানোর কথা থাকলেও সেদিন স্কুলের মিড-ডে-মিলে রান্না হয়েছে নিরামিষ সব্জি।
এই বিষয়ে স্কুলের মিড-ডে-মিল প্রকল্পের ইনচার্জ আব্দুল রব গাজির নিকট জানতে চাইলে তিনি এর কোন সঠিক উত্তর দিতে পারেনি। ইনচার্জকে চেপে ধরার পর তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা চন্দ্র উঁচুইয়ের নির্দেশেই তিনি ওই নিয়ম বহির্ভূত  কাজ করে আসছেন। কিন্ত গত বৃহস্পতিবার  স্কুলের প্রধান শিক্ষক শিলাচন্দ্র উঁচুই স্কুলে অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষকের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

প্রসঙ্গত, কাউয়ামারা ঘাট স্কুলে দীর্ঘদিন ধরেই বহু দুর্নীতি এবং নানান অপকর্ম চলে আসছে বলে অভিবাবকদের এবং এলাকাবাসীদের অভিযোগ। অভিযোগ, স্কুল ফান্ডের দুই লক্ষ টাকা কি কাজে ব্যয় হয়েছে তার কোন হিসেব স্কুল কর্তৃপক্ষের কাছে নেই। অভিযোগ, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে-মিলের বরাদ্দ ডিমে ভাগ বসানো থেকে শুরু করে নানান দুর্নীতির সাথে প্রকল্পের ইনচার্জের সাথে প্রধান শিক্ষক শিলাচন্দ্র উঁচুইও সমানভাবে জড়িত। সমগ্র বিষয়টির তদন্ত দাবী করেছেন সংশ্লিষ্ট অভিবাবকরা।
 সমগ্র বিষয়টি নিয়ে অমরপুরের বিদ্যালয় পরিদর্শকের প্রতিক্রিয়া জানতে চাইলে বিদ্যালয় পরিদর্শক দশরথ দেববর্মা জানান, তিনি বিষয়টির খোঁজখবর নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের মিড-ডে-মিলের ডিমে ভাগ বসানো স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং সুনির্দিষ্ট দুর্নীতির বিষয়ে বিদ্যালয় পরিদর্শক কি ব্যবস্থা নেন। আর সে দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে।

Dainik Digital

Recent Posts

ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন!!

অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের…

9 hours ago

হাসপাতালে ভর্তি জুবিন গর্গ!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 'ইয়া আলি'র…

9 hours ago

পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির!!

অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই…

9 hours ago

প্রধানমন্ত্রীর হাতে ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার ১০৩টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায়…

10 hours ago

ড্রোন আতঙ্ক গঙ্গাসাগরে!!

অনলাইন প্রতিনিধি :-ফের আকাশে ড্রোনের আনাগোনা। কলকাতায় সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই…

11 hours ago

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

23 hours ago