Categories: বিদেশ

মিনিটে ১১৪০ বার হাততালি দিয়ে গিনেসে বিশ্ব রেকর্ড!

এই খবর শেয়ার করুন (Share this news)

এক মিনিটের ১১৪০ বার হাততালি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন আমেরিকান স্পিড ক্ল্যাপার ডাল্টন মায়ার। এতদিন যাবৎ মিনিটে সবচেয়ে বেশিবার হাততালির রেকর্ড ছিল এল বিশপের দখলে। ২০ বছর বয়সী ডাল্টন এক মিনিটে হাততালি দিয়েছেন ১১৪০ বার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১৯ বার ! শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি! এর আগের রেকর্ডধারী এলি বিশপের চেয়ে ৩৭ বার বেশি তালি দিয়ে এই বিজয় অর্জন করেছেন ডাল্টন। এরই মধ্যে ডাল্টনকে তার অর্জনের স্বীকৃতি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলেছে, ‘এক মিনিটে সর্বোচ্চ ১১৪০ বার হাততালি দিয়ে রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের বাসিন্দা ডাল্টন মায়ার।’ তিনি ২০২২ সালের ১২ মার্চ রেকর্ড গড়েছিলেন। ডাল্টন এলিমেন্টারি স্কুলে থাকার সময় মিনিটে সবচেয়ে বেশিবার হাততালি দেওয়ার রেকর্ডটি দেখেন এবং এরপর থেকে নিজের চেষ্টা অব্যাহত রেখেছেন এবং নিজেকে আরও নিখুঁত।।।।করে তুলেছেন।এলিমেন্টারি স্কুলে পড়ার সময় ডাল্টন একদিন ইউটিউবে স্ক্রল করছিলেন, তখনই হঠাৎ স্পিড ক্ল্যাপার কেন্ট ফ্রেঞ্চের একটি ভিডিও দেখেন, যাকে তখন বলা হতো বিশ্বের আরে এক সবচেয়ে গতিসম্পন্ন ক্ল্যাপার। ডাল্টন জানান, ওই ভিডিও দেখেই তিনি স্পিড ক্ল্যাপিং শেখা শুরু করেন আগে এবং শেষ পর্যন্ত সহজাতভাবেই লি এটি তার মধ্যে চলে আসে। ডাল্টন অটুট লি মায়ার বলেছেন, ‘এটা সহজাতভাবেই আমার মধ্যে চলে আসে, আমার মনে আমি চার হয়েছে যে আমার অনুশীলন করারও দরকার নেই। আমি এমনিতেই শিখে গেছি এটা কিভাবে করতে হয়।’ জানা যায়, স্পিড ক্ল্যাপিং এর ক্ষেত্রে এলি বিশপের আবিষ্কৃত রিস্ট ক্ল্যাপিং পদ্ধতি অনুসরণ করেন ডাল্টন আগে মার্চ মেয়ার। এর আগে মিনিটে ১১০৩ নবী টন বার হাততালি দিয়ে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিলেন এলি বিশপ। রিস্ট ক্ল্যাপিং পদ্ধতিতে কবজি ও আঙুল ব্যবহার করা হয়; অন্যদিকে, ভিন্ন হত আরেকটি পদ্ধতিতে তাহের তালুতে অবক খুঁত আঙুল দিয়ে তালি দেওয়া হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

5 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago