মিশন দক্ষিণ

এই খবর শেয়ার করুন (Share this news)

” সেজে উঠেছে হায়দ্রাবাদ । আরও সহজভাবে বললে সাজিয়ে তোলা হয়েছে। গেরুয়ায় মুড়ে দেওয়া হয়েছে গোটা শহরকে। প্রায় প্রতিটি রাস্তায় বসেছে বিজেপি নেতা – নেত্রীদের বড় বড় কাটআউট , পোস্টার – ব্যানার । এলইডি স্ক্রিন থেকে শুরু করে শহরের প্রায় ষাট শতাংশ হোর্ডিংয়ে গেরুয়া শিবিরের প্রচার । দক্ষিণের এই রাজ্যে ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি অর্থাৎ টিআরএস – এর রঙ হচ্ছে গোলাপি ।

হঠাৎ করেই সেই গোলাপি শহর যেন ‘ গেরুয়াময় ‘ হয়ে উঠেছে । শনিবার থেকে হায়দ্রাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক । তার আগে শুক্রবার সামসাবাদে জমজমাট রোড শো করলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।

আগামী ২০২৪ – এর লোকসভা ভোটকে সামনে রেখে ‘ মিশন দক্ষিণ নীতি নিয়েছে বিজেপি । তাই এই জাতীয় কর্মসমিতির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । শনিবার ও রবিবার দুইদিনের বৈঠক । বৈঠকে শামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্ব ।

বৈঠকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির হয়েছেন । কদিন আগে থেকেই হাজির আছেন বিভিন্ন রাজ্য থেকে যাওয়া নেতা – নেত্রীরা ।

বৈঠককে কেন্দ্র করে শুক্রবার সামসাবাদে দুই কিলোমিটারেরও বেশি রোড শো করেন জে পি নাড্ডা । তার কর্মসূচিকে ঘিরে পদ্ম পতাকা , ফ্ল্যাগ ফেস্টুনে সেজে ওঠে গোটা শহর । সাথে ছিল দক্ষিণী সংস্কৃতির মিশেল । শোনা যাচ্ছে , জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন । রাজনৈতিক বিশ্লেষকদের মতে , এই বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরি করবে গেরুয়া শিবির । সেই দিকে লক্ষ্য রেখে দলীয় কার্যকর্তাদের কী বার্তা দেন মোদি , সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ।

এছাড়াও ‘ মিশন দক্ষিণ ’ বাস্তবায়নের লক্ষ্যে তেলেঙ্গানাকে এবার বেছে নেওয়ার পিছনে ‘ হায়দ্রাবাদ পুরভোটের ফলাফল ’ অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে । সম্প্রতি হায়দ্রাবাদের পুরভোেট বিজেপি নেতৃত্বকে দারুণভাবে উজ্জীবিত করেছে । শাসকদল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ( টিআরএস ) এবং আসাদউদ্দিনের ( এআইএমআইএম ) -এর চোখে চোখ রেখে লড়াই করেছে গেরুয়া শিবির । ২০২৩ তেলেঙ্গানা , কর্ণাটকের মতো দক্ষিণের দুই রাজ্যে ভোট । অনেকদিন ধরেই দক্ষিণ ভারতে জমি শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোদি – শাহরা । কর্ণাটক জয় হলেও দক্ষিণের অন্য রাজ্যগুলোতে বিজেপি এখনও সেইভাবে নিজেদের জমি শক্ত করতে পারেনি ।

তাছাড়া গোবলয় বা উত্তর ভারতীয় দলের পরিচিতিও ঝেড়ে ফেলতে চাইছে দল । তাই এবার পাখির চোখ তেলেঙ্গানা । এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা । শাসকদল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে দক্ষিণে দ্বিতীয় রাজ্য বিজয়ের লক্ষ্যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উঠে পড়ে লেগেছে । গত মে মাসে মোদি , শাহ , নাড্ডা নিজামের শহর সফর করেছেন । সেখানে বিজেপির বিরোধী পক্ষ শাসকদল টিআরএস এবং প্রধান বিরোধী দল কংগ্রেস ।

কিন্তু মে মাসে সফরে গিয়ে তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকে তুলোধোনা করে দাবি করেছেন , বিধানসভা ভোটের আগেই বিজেপি নিজেদের প্রধান বিরোধী দল হিসেবে তুলে ধরতে পেরেছে । আগামী বছর এ রাজ্যে সরকার বদল অবশ্যম্ভাবী । সরকার গড়বে বিজেপি । একই দাবি করেছেন শাহ – নাড্ডা । এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে , দাবি করা আর সেই দাবিকে বাস্তবে রূপ দেওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে । রাজনৈতিক নেতারা দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য মুখে মুখে অনেক কিছুই বলেন । সব কথাই যে বাস্তবে রূপ পায় তা কিন্তু নয় । অনেক কথাই শেষ পর্যন্ত কথার মধ্যেই থেকে যায় । সেই অর্থে বিজেপির ‘ মিশন দক্ষিণ শেষ পর্যন্ত কতটা লক্ষ্য অর্জন করতে পারবে ? সেটা অবশ্য সময়ই বলবে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

20 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

20 hours ago